কলকাতা: বিজেপির বাংলা বনধ সফল করতে এদিন সাতসকালেই রাস্তায় নামতে দেখা যায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে। হাত জোড় করে বনধ পালন করার অনুরোধ জানান তিনি।  কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই আটক করা হয় অগ্নিমিত্রা পালকে। গড়িয়াহাটে বিজেপি নেত্রীকে বাসে তুলল পুলিশ। 


এদিন বাংলা বনধ চলাকালীন শুধু অগ্নিমিত্রা নন, পাশাপাশি বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়কেও আটক করা হয়েছে।
আলিপুরদুয়ারে আটক হয়েছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ সফল করতে এদিন সাতসকালেই রাস্তায় বসেন অগ্নিমিত্রা পাল। হাতজোড় করে বাসের সামনে দাঁড়িয়ে বললেন, 'অনুরোধ করছি, আজকে গাড়ি চালাবেন না।' যদিও পুলিশ গাড়ি চলাচল সচল রাখতে এগিয়ে এলেন। অগ্নিমিত্রার স্পষ্ট কথা কলকাতা পুলিশকে, কী করবেন, গায়ের উপর দিয়ে চালাতে বলছেন ? আপনার বাড়িতে মেয়ে নেই ?' যদিও এই প্রশ্নের উত্তরে নীরব থেকেই নিজের কর্তব্যে অটুট রইলেন কলকাতা পুলিশ।


এদিন অগ্নিমিত্রা বলেন, 'আজকে বনধ ডাকা হয়েছে একটি খুব রেলিভেন্ট ইস্যু নিয়ে। আমাদের অভয়াকে খুন করা হয়েছে। এবং দিনের পর দিন আমাদের অভয়াদের খুন করা হয়, এই পশ্চিমবঙ্গে। অন্য রাজ্যেও হয়। অন্য রাজ্যে হয় না, তা নয়। কিন্তু সেই রাজ্যে বিচার হয়, সেই রাজ্যে শাস্তি হয়।আমাদের রাজ্যে কোনও শাস্তি হয় না। প্রতিবাদ করতে গেলে পুলিশের লাঠিচার্জ খেতে হয়। সিবিআই কোথা থেকে শাস্তি দেবে ? সিবিআই তদন্ত করছে , সিবিআই এর কাছ থেকেও বিচার চাই।'


মূলত গতকাল আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে 'ছাত্র সমাজে'র নবান্ন অভিযানে ধুন্ধুমার বাধে।ঝরে রক্ত। ফাটে মাথা।জ্বলে আগুন।মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ। লাঠিচার্জ করা হয়। এরপরেই গতকাল বারো ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি।  উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় রাষ্ট্রপতি শাসনের কথা।


আরও পড়ুন, 'ছাত্রদের উপর লাঠি চলল কেন ?' RG Kar-এর 'ধর্ষকদের ফাঁসি' চাইলেন শুভেন্দু


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।