কলকাতা: বুধবার হাড়োয়ার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)-কে 'মাল' বলে সম্ভোধন করেছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (TMC leader Firahad Hakim)। দাড়িওলা লোক বলে কটাক্ষ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Narendra Modi)। এরপরই শোরগোল পড়ে যার রাজ্য রাজনীতিতে। বিজেপির (BJP) রাজ্য সভাপতি থেকে গেরুয়া শিবিরের ছোট-বড় সমস্ত নেতা সমালোচনায় মুখর হয়ে ওঠেন ফিরহাদ হাকিমের। 


আর আজ রেখা পাত্র সংক্রান্ত মন্তব্যের জন্য নির্বাচন কমিশনে ফিরহাদ হাকিমের নামে নালিশ ঠুকল বিজেপি নেতৃত্ব। ফিরহাদ হাকিমকে সেন্সর করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হল বঙ্গ বিজেপির তরফে। যদিও তৃণমূল তথা ফিরহাদ হাকিমের তরফে আজ রেখা পাত্র সংক্রান্ত মন্তব্যের স্বপক্ষে সাফাই দেওয়া হয় এই বলে যে ফিরহাদ হাকিম রেখা পাত্রকে 'মাল' নয় ভদ্রমহিলা বলেই সম্ভোধন করেছেন। আর রেখা পাত্রের জায়গায় তিনি আক্রমণ করেছেন কেন্দ্রীয় ও বঙ্গ বিজেপি নেতৃত্বকে। যদিও তাঁর এই সাফাই মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। 


তাদের কথায়, ফিরহাদ হাকিমের বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্পর্কে কী ধারণা পোষণ করে তারই প্রতিফলন ঘটেছে। তাদের মহিলাদের প্রতি যে ধারণা তারই বহিঃপ্রকাশ ঘটেছে ফিরহাদ হাকিমের বক্তব্যে। এছাড়া রাজ্যজুড়ে যেভাবে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তার পিছনে যে তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন মদত রয়েছে ফিরহাদ হাকিমের মন্তব্যে তারই প্রমাণ পাওয়া গেছে।


বসিরহাটের হাড়োয়া  বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৩ নভেম্বর। বুধবার সেখানে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানে সন্দেশখালির ঘটনা প্রসঙ্গ মন্তব্য করতে গিয়ে কলকাতার মেয়র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন তিনি। যারপর থেকেই রাজ্যজুড়ে শুরু বিতর্ক। বিজেপির তরফে অভিযোগ করা হয়, কলকাতার মেয়র শুধু রেখা পাত্র নন সন্দেশখালির সমস্ত মহিলাকেই অপমান করেছেন। যদি গেরুয়া শিবিরের এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন ফিরহাদ। 


এপ্রসঙ্গে তিনি জানান, "মহিলাদের আমি মায়ের রূপে দেখি। ‘হেরে ভূত’ বা ‘হেরো মাল’ ইত্যাদি শব্দগুলি ভোটের প্রার্থীদের বিশেষত বিজেপিকে লক্ষ্য করে বলা। কোনও মহিলাকে নিয়ে কোনও কুরুচিকর মন্তব্য আমি করিনি। বরং রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলেই সম্বোধন করেছিলাম। তবে আমার কথায় যদি রেখা পাত্রের খারাপ লেগে থাকে তাহলে আমি অত্যন্ত দুঃখিত। কোনও নারীকে অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কারণ আমার নেত্রী নারী, মা নারী, স্ত্রী, কন্যা ও নাতনিরাও নারী। নারীদের সম্মান করি বলেই বাংলায় আমরা দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও সরস্বতী পুজো করি। নারীদের অসম্মান করা আমাদের সংস্কৃতিতে নেই।"


যদিও ফিরহাদ হাকিমের এই সাফাইকে যে বঙ্গ বিজেপি নেতৃত্ব কোনও গুরুত্ব দিচ্ছে না তা নির্বাচন কমিশনে তাদের নালিশ করার মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে। এখন দেখার বিজেপির নালিশের ভিত্তিতে কী ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: By Election 2024: 'তৃণমূলের ঝান্ডা খুলে দেবেন ? ১৩ তারিখ আপনাদের কলিজা...,' হুঁশিয়ারি শাসক দলের সাংসদের