রঞ্জিত সাউ, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ কর্মসূচির মাঝেই কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি ঝাড়গ্রামের গড় শালবনিতে। অভিষেকের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়ল কুড়মিদের ক্ষোভ (Kurmi Protests)। ইটবৃষ্টির পাশাপাশি মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ। সেই নিয়ে যখন রাজনীতির পারদ চড়ছে, তৃণমূল সাংসদ অভিষেককে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।


শনিবার সকালে ইকোপার্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানেই অভিষেককে কটাক্ষ করেন তিনি। অভিষেককে লক্ষ্য করে 'জয় শ্রী রাম' ধ্বনির প্রসঙ্গ উঠলে দিলীপ বলেন, "কে স্লোগান শুনেছে? আমি তো মিডিয়ায় চোর চোর শুনলাম। উনি বলছেন, যেখানে যাচ্ছেন, সেখানেই নাকি 'জয় বাংলা' শুনতে পাচ্ছেন। শুধু এটা শুনতে পাচ্ছেন না? তাছাড়া আপনি এত রাতে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কী করতে?"


অভিষেককে নিশানা করে দিলীপ আরও বলেন, "আপনি কি জানেন, জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয়? সন্ধের পর ঘুমিয়ে পড়েন। আমি দিলীপ ঘোষ। জঙ্গলমহলের ছেলে। কোনও সুস্থ মানুষ রাতে জঙ্গলে বেরোয় না।" গাড়িতে ভাঙচুর প্রসঙ্গে দিলীপের বক্তব্য, "গাড়ি ভাঙা এ রাজ্যের পরম্পরা। আমার নিজের গাড়িই ১০ থেকে ১২ বার ভেঙেছে। আমি তো কখনও এ নিয়ে তৃণমূলের কাছে দুঃখ প্রকাশ করিনি!"


আরও পড়ুন: Mamata Banerjee: সর্বসমক্ষে মাথানত করলেন, এগরায় গিয়ে ক্ষমা চাইলেন মমতা


এর আগে, খোদ দিলীপের বিরুদ্ধেই কুড়মিদের অপমান করার অভিযোগ উঠেছিল। তার জেরে বিক্ষোভ আছড়ে পড়েছিল তাঁর বাসভবনেও। কিন্তু এ দিন কুড়মিদের সমর্থনেই কথা বলতে শোনা যায় তাঁকে। তাঁর মে, জঙ্গলমহলে গিয়ে বার বার কুড়মিদের অপমান করা হচ্ছে। ১২ বছর ধরে ক্ষমতায় রয়েছে শাসকদল। এথচ একফোঁটা পানীয় জলও পাননি কুড়মিরা। কেন্দ্রের পাঠানো রেশনও কুড়মিদের হাতে পৌঁছয়না বলে অভিযোগ করেন।


তাঁর বাড়িতে বিক্ষোভের প্রসঙ্গ উঠলে দিলীপ ষড়যন্ত্রের তত্ত্ব আনেন। তাঁর মতে, কুড়মি সমাজের মুখ অজিত মাহাতোকে ২০ থেকে ২৫ হাজার টাকা দিয়ে লোক জোটানো হয়েছিল। বাস ভাড়া করে লোক নিয়ে যাওয়া হয়েছিল তাঁর খড়্গপুরের বাংলোতে। এত টাকা কোথা থেকে এল, প্রশ্ন তোলেন দিলীপ। 


পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ কর্মসূচির মাঝেই শুক্রবার কুড়মি বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রামের গড় শালবনি। ইটবৃষ্টি থেকে মন্ত্রীর গাড়ি ভাঙচুর এমনকি তৃণমূলের কর্মীদের বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধরের দৃশ্যও সামনে এসেছে। এর নেপথ্য়ে বিজেপির হাত দেখছেন অভিষেক।