আসানসোল: জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতে জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় জেল হেফাজতে বিজেপি নেতা। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। ফলে আপাতত জেলেই থাকছেন জিতেন্দ্র। যদিও এই মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন জিতেন্দ্রর স্ত্রী (Asansol)।


১৪ই ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি হয়


গত ১৪ই ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি-সহ বিজেপির একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। শুভেন্দু বেরিয়ে যাওয়ার পরই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের (District News)। 


সেই ঘটনার পর, পুলিশের তরফে দাবি করা হয়, অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়, অনুষ্ঠানের লিখিত অনুমতি চাওয়া হয়েছিল। বিজেপি কাউন্সিলর তথা আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালিকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করে পুলিশ। জিতেন্দ্র ও চৈতালি তিওয়ারি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর পর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তাঁরা। যদিও সম্প্রতি তাতে স্বস্তি পেয়েছেন চৈতালি। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 


আরও পড়ুন: Mamata Banerjee: 'আমরা ভেবেছিলাম...', জিএসটি-কে সমর্থন করা ভুল হয়েছে, সিঙ্গুরে মানলেন মুখ্যমন্ত্রী


তবে কম্বলকাণ্ডে অস্বস্তি পিছু ছাড়ছে না জিতেন্দ্রর। আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন জিতেন্দ্র। আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন তিনি। কিন্তু আদালত ২৭ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠায় আসানসোলের প্রাক্তন মেয়রকে। গতকালও এক দিনের হেফাজতে পাঠানো হয়। তার পর এ দিনও জিতেন্দ্রর জামিনের আর্জি খারিজ হয়ে গেল। আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে তাঁকে। 


পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ জিতেন্দ্র এবং পরিবারের


এ দিকে, পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তুলেছেন জিতেন্দ্র। তাঁর দাবি, এত দিন ধরে হেফাজতে রেখেও দু'ঘণ্টা তাঁকে জেরা করেনি পুলিশ। সারাদিন ঘুরে ফিরে এসে রাতে মিনিট দশেক জেরা করে নিজেদের মনোরঞ্জন করছেন পুলিশ আধিকারিকরা। সোমবার আসানসোলের সিজেএম আদালত এমন দাবি করেন কম্বল বিলিকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র।