রাজীব চৌধুরী, উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার, কলকাতা: ছাব্বিশে শূন্য় করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ২০২৬-এ বিজেপি আর বিরোধীদল থাকবে না। গতবার ৭৭ টা পেয়েছিল বা ২৭ টাও পাবে না। 

Continues below advertisement

আরও পড়ুন, 'আমি আর SIR-এর কাজ করতে পারছি না', গুজরাতে BLO-র মৃত্যুতে সুর চড়াল তৃণমূল

Continues below advertisement

মুর্শিদাবাদের বড়ঞায় 'পরিবর্তন সংকল্প সভা' করে ২০২৬-এর ভোটে তৃণমূলকে শূন্য করার ডাক শুভেন্দুর

বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০১১-য় রাজ্যে পরিবর্তন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর সঙ্গেই ছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেসব এখন অতীত!এবার সেই শুভেন্দু অধিকারীই মুর্শিদাবাদের বড়ঞায় 'পরিবর্তন সংকল্প সভা' করে ২০২৬-এর ভোটে তৃণমূলকে শূন্য করার ডাক দিলেন। পশ্চিমবঙ্গে ভোট মানেই আলোচনার কেন্দ্রে - ভবানীপুর কেন্দ্র। কারণ, সেখানকার বিধায়ক খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

'২৬-এ ভবানীপুরে হারাব, গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা' এদিন ফের ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা।শুভেন্দু  বলেন, একদম ভয় পাবেন না। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি। ২৬-এ ভবানীপুরে হারাব। এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্য়বসায় পরিণত করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপণ করেছে। পাল্টা শুভেন্দু অধিকারীকেই ভবানীপুরে এক লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল।

'২০২৬-এ বিজেপি আর বিরোধীদল থাকবে না। গতবার ৭৭ টা পেয়েছিল বা ২৭ টাও পাবে না'

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, 'শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে ভবানীপুরে দাঁড়ান। এক লাখ ভোটে হারাব। এলেবেলে তেলে কে দাঁড় করিয়ে দিয়ে নিজে কেটে পড়বেন না। ক্ষমতা থাকলে দাঁড়ান বুঝে নেব।'এদিন একগুচ্ছ প্রতিশ্রুতিও শোনা গেছে বিরোধী দলনেতার মুখে। শুভেন্দু  বলেন, বিজেপিকে প্রতিষ্ঠিত করব। লড়াই আরও তীব্র হবে। প্রতিরোধ গড়ে তুলবো। প্রত্যকে শিক্ষিত যুবকদের চাকরি দেবো, পরিযায়ীদের বাড়ি ফেরাব। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল-বিজেপি পাশা খেলছে। তৃণমূলও প্রতিশ্রুতি দিয়েছিল, এখন কী হচ্ছে? শুভেন্দুরা কি ত্রিপুরায় চাকরি দিয়েছে? বরং অসমে এনআরসি-তে অনেকের নাম বাদ দিয়েছে।পশ্চিমবঙ্গে ভোট মানেই বিরোধীদের মুখে পরিবর্তনের কথা...২০২৬-এ কী হবে? অপেক্ষা আর কয়েক মাসের।