কলকাতা: নতুন লোকায়ুক্ত কে হবেন, তা ঠিক করতে, সোমবার নবান্নে চূড়ান্ত বৈঠক। সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় শুভেন্দু অধিকারীকে। কিন্তু বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন, সেই বৈঠকে উপস্থিত থাকবেন না তিনি। যা নিয়ে নতুন করে চড়ছে রাজনীতি।  

Continues below advertisement

আরও পড়ুন, SIR 'চাপে' BLO-রা, শমীক ভট্টাচার্যর আক্রমণের মুখে মুখ্য নির্বাচন কমিশনার !

Continues below advertisement

এই নিয়ে দ্বিতীয়বার! নতুন লোকায়ুক্ত চূড়ান্ত করার বৈঠকে, উপস্থিত থাকবেন না বিরোধী দলনেতা। ডাক পেলেও নবান্নে যাবেন না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে আমার দলের সাংসদকে মারা হয়েছে তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন মিটিংয়ে যাওয়ার আর প্রশ্নই ওঠে না। তিন মাস ক্ষমতায় আছেন।। বিজেপি সরকার করার পর এই কমিটি কীভাবে কাজ করে সকলে দেখতে পাবেন। 

লোকায়ুক্ত নির্বাচন জন্য় সাধারণত একটি কমিটি থাকে। যেখানে থাকেন মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ...বিরোধী দলনেতা। ২০১৮ সালে লোকায়ুক্ত নিযুক্ত করার বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। এবার, লোকায়ুক্ত কে হবেন, তা ঠিক করতে, সোমবার নবান্নে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় শুভেন্দু অধিকারীকে। তবে তিনি সেখানে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। 

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আমাকে স্বরাষ্ট্র সচিব চিঠি পাঠিয়েছেন। এই রাজ্যে একের পর এক মন্ত্রী তাদের নামে চার্জশিট রয়েছে। নিয়ম হলো বিধানসভায় সেই রিপোর্ট পেশ করতে হয়। এখানে কোন রিপোর্ট কোনদিন পেশ করা হয় না সবটাই আসলে লোক দেখানো। এরকম লোক দেখানো কোন বৈঠকে আমি যাব না।পশ্চিমবঙ্গের বর্তমান লোকায়ুক্ত হলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়। তিনি প্রথমবার নিযুক্ত হন নভেম্বর ২০১৮-তে।