Tarakeswar: শিবভূমে রাম মন্দির উদ্বোধন পালন, তারকেশ্বরবাসীর হাতে প্রদীপ তুলে দিলেন বিজেপি নেতারা
Tarakeswar Mandir: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় প্রদীপ প্রজ্জ্বলনের জন্য মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দিলেন বিজেপি কর্মীরা।
সোমনাথ মিত্র, হুগলি: আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। অযোধ্যা যেন এক টুকরো ভারত। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। সেই আবহে শিবভূমেও রাম মন্দির উদযাপন।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় প্রদীপ প্রজ্জ্বলনের জন্য মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দিলেন বিজেপি কর্মীরা। তারকেশ্বর বিধানসভা এলাকায় এই কর্মসূচীতে পথচলতি মানুষ, স্থানীয় ব্যবসায়ীদের হাতে ৫টি করে মাটির প্রদীপ তুলে দিলেন বিজেপি নেতা কর্মীরা।
আগামী কাল অযোধ্যায় রামলালার উদ্ধোধন ঘিরে সাজ সাজ রব দেশ জুড়ে। আগামী কাল নির্দিষ্ট সময়ে মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। কালকের সেই বিশেষ দিনে দেশবাসীকে নিজ নিজ বাড়িতে প্রদীপ জ্বালাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই উপলক্ষে আজ তারকেশ্বর বিধানসভা এলাকায় বিজেপির পক্ষ মাটির প্রদীপ তুলে দেওয়া হল পথচলতি মানুষকে। দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতেও তুলে দেওয়া মাটির প্রদীপ। মাইকের মাধ্যমে সনাতনীদের প্রত্যেককে আগামীকাল রাম মন্দির উদ্বোধনের কর্মসূচিতে সামিল হয়ে বাড়িতে প্রদীপ জ্বালাতে ও অনুরোধ করা হল বিজেপির পক্ষ থেকে। আগামী কালও তারকেশ্বর জুড়ে একাধিক কর্মসূচী গ্ৰহন করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুজা অর্চনার পাশাপাশি শোভাযাত্রা বের হবে তারকেশ্বর জুড়ে । সেই সাথে অনেক জায়গায় ভোগ বিতরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিজেপি কর্মীরা।।
আরও পড়ুন, রাম মন্দিরের উদ্বোধনে মাতোয়ারা বাঁশবেড়িয়া, ৫১ হাজার লাড্ডু-হোম যজ্ঞ হনুমান মন্দিরে
বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদিকা পর্ণা আদক জানান, আগামী কাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই আমরা সবাই ৫টি করে প্রদীপ জ্বেলে দিনটা আনন্দ উৎসবের সঙ্গে পালন করব। সকলকে ৫টি করে প্রদীপ দেওয়া হচ্ছে তারা যাতে বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করে আনন্দ উৎসবে মেতে ওঠে। মানুষের মধ্যে খুবই আবেগ লক্ষ্য করা গেল। তারা নিজেরাই এসে আমাদের থেকে প্রদীপ সংগ্ৰহ করল।
অন্যদিকে, অযোধ্যায় রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উৎসবের রূপ নেবে পুরুলিয়া শহর। ঐদিন পুরুলিয়া শহরের গোশালা হনুমান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ পুজো। সন্ধ্যেই জ্বালানো হবে এক লক্ষ প্রদীপ। প্রদীপ তৈরির জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত কারিগরেরা। জোর কদমে চলছে প্রদীপ তৈরীর কাজ।
গোসালা মন্দিরের পাশের মাঠে সন্ধে থেকে জ্বলবে ১ লক্ষ প্রদীপ। প্রদীপ জ্বালানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যারিকেড। কর্তৃপক্ষের দাবি এদিন হাজার হাজার ভক্ত সমাগম হবে। সকলকেই মিষ্টিমুখ করানো হবে। সোমবারের জন্য গাওয়া ঘি দিয়ে তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু। আজ থেকেই লাড্ডু তৈরির জন্য ব্যস্ত কারিগরেরা। দীর্ঘ পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তার জন্যই এই উৎসবের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা।