রুমা পাল, কলকাতা : ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election)। গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা। ১৭ অগাস্ট ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন ।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ বিজেপি বিধায়ক। এসএসকেএমে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় বিজেপি বিধায়কের। তাঁর মৃত্যুর পর এসএসকেএমে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। অব্যবস্থার কারণে সমস্যায় পড়তে হয়, অভিযোগ তোলেন বিধায়কের ছেলে প্রদীপ্ত রায়ের। আরও দাবি, মাঝরাতে বেডে শুয়ে ঠান্ডায় কাঁপছিলেন বিজেপি বিধায়ক। বললেন, 'কম্বল, চাদরও জোটেনি। পরে অভিযোগ করায় চাদর এনে দেওয়া হয়।' শুধু তাই নয়। মাঝরাতে স্ট্রেচার ঠেলে পরিবারের সদস্যদেরই রোগীকে উডবার্ন ব্লকে সিটি স্ক্যান করাতে নিয়ে যেতে হয়, আরও অভিযোগ বিষ্ণুপদ রায়ের পরিবারের।
এর আগে রাজ্যে তৃণমূলের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল। সেখানে কংগ্রেস-বামেদের জোট প্রার্থী হিসেবে তৃণমূলকে হারালেও জয়ের কয়েকমাসের মধ্যেই দল বদলে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন বায়রন বিশ্বাস। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার মাঝে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেন বায়রন। যা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে ২০২২ সালে প্রয়াত হলেও এখনও সেখানে হয়নি উপনির্বাচন, যা নিয়ে কিছুদিন আগেই পোস্টারও পড়েছিল সেখানে।
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। ভোটের ফল প্রকাশের পর, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ফলে, বিজেপির বিধায়কের সংখ্যা কমে দাঁড়ায় ৭৫। এরপর একে একে তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। সেই তালিকায় যুক্ত হয়েছিল, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম। যার বায়রন বিশ্বাসও বামেদের সমর্থনে কংগ্রেসের টিকিটে জেতার পরও তৃণমূলে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন- মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন