রানিগঞ্জ : সকাল থেকে নবান্ন অভিযানে যোগ দিতে আসে বিজেপি কর্মী-সমর্থকদের আটকানোর অভিযোগ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় এই পরিস্থিতির ছবি সামনে এসেছে। রানিগঞ্জে এনিয়ে চরম উত্তেজনা ছড়াল। গ্রেফতার করা হয় পাঁচ বিজেপি কর্মীকে।
ঘটনাটা কী ?
আজ রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। এনিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় তাদের। কয়েকজন জোর করে স্টেশনে ঢুকে পড়লে ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কুলটির বরাকর স্টেশনেও বিজেপি কর্মীদের দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের। একজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন ; "এত ভয় পাওয়ার কী আছে ?", নবান্ন অভিযানের আগে রাজ্যকে একহাত দিলীপের
বিভিন্ন প্রান্তে 'বাধা'-র ছবি-
নবান্ন অভিযানে আসার পথে বিজেপির নেতা-কর্মীদের জেলায় জেলায় বাধা পুলিশের। বীরভূম থেকে পশ্চিম বর্ধমান...সকালেও কলকাতামুখী বিভিন্ন ট্রেন থেকে আটক করা হয় বিজেপি কর্মীদের।
নবান্ন অভিযানে যাওয়ার সময় দুর্গাপুর স্টেশনে বাধা। বিক্ষোভের মুখে পড়ে বিজেপি কর্মীদের সামনে হাতজোড় করে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান দুর্গাপুর জিআরপি-র আইসি তাপস বিশ্বাস।
ঘুরপথে পানাগড় স্টেশনে এসে অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন কাঁকসার বিজেপির কর্মীরা। চারদিকে পুলিশ মোতায়েন করা হয়। পানাগড় স্টেশনে ঢোকার মুখেও পুলিশ। তাই পুলিশি বাধা এড়াতেই ঘুরপথে স্টেশনে আসা, জানিয়েছেন বিজেপির কাঁকসা ২ নম্বরের মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি।
'পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব।' এই স্লোগান দিয়ে কাটোয়া থেকে লোকাল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন বিজেপি কর্মী, সর্মথকরা। বিজেপির দাবি, তৃণমূলের বাধা এড়াতে কৌশলী ভূমিকা নেন তাঁরা। গ্রাম থেকে স্বাভাবিকভাবে স্টেশনে এসে পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।
নবান্ন অভিযানে যাওয়ার পথে, দফায় দফায় বাধা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে। প্রথমে সোনামুখী স্টেশনের বাইরে আটকানো হয়। ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। প্রতিবাদে সোনামুখী থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক ও বিজেপি কর্মীরা। এরপর পাত্রসায়রের রসুলপুর বাজারে ফের আটকানো হয় বিধায়কের গাড়ি। বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। পাত্রসায়র থানার গেট আটকে বিক্ষোভ দেখান সোনামুখীর বিজেপি বিধায়ক। এরপর গাড়িতে করে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।