শিবাশিস মৌলিক, কলকাতা: আজ বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল (BJP Rally)। দুপুর আড়াইটেয় গোলপার্ক থেকে মিছিলটি শুরু হওয়ার কথা। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে।  সামনের সারিতে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দুপুর ১টায় যাদবপুর ইস্যুতে মিছিল করবে এবিভিপিও। 


কী হবে? 
যেহেতু বিজেপির যুব মোর্চার তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে, তাই মিছিলের নেতৃত্বে থাকবেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। হালেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় যে Ragging-এর অভিযোগ উঠেছিল, তারই প্রতিবাদে আজকের মিছিল। তাৎপর্যপূর্ণভাবে আজ একই রুটে মিছিল করবে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিও। তাদের মিছিল হওয়ার কথা ১টায়। এটিও গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত যাবে। প্রসঙ্গত, পড়ুয়াদের পর, গত ১৭ অগাস্ট, বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোতে শুরু করেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে শুভেন্দু-র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ। একপ্রস্ত অশান্তি হয় সেই সময়।
সে দিনের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'সৌরভ চৌধুরীরা বাংলা পক্ষের লোক। এরা মমতা ব্যানার্জির পে রোলে আছেন। যে পার্টি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে..আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্ডিয়ান তাঁদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের'। তার পর, আজকের মিছিল ঘিরে কী হয়, তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।


তদন্ত...
গত কাল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ৫ জন হস্টেল আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের খবর, সেদিন হস্টেলে চিৎকার শুনে ছুটে গিয়ে তাঁরা কী দেখেছিলেন, তাই জানতে চাওয়া হয়। অন্য দিকে, পুলিশকে বাধা ও গেট আটকানোয় অভিযোগে ধৃত যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না তিনি।  


আরও পড়ুন:চন্দ্রপৃষ্ঠে নামার ঠিক আগে কেমন ছিল দৃশ্য ? বিক্রমের চোখে চাঁদে পা