Narendra Modi : ভার্চুয়াল থেকে এবার সরাসরি, দেশে ফিরেই বেঙ্গালুরুতে টিম-ISRO-র সঙ্গে দেখা করবেন মোদি

Chandrayaan 3 এর সাফল্যের পর প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের উচ্ছ্বসিত অভিনন্দন জানিয়েছিলেন ভার্চুয়ালি। এবার সামনাসামনি জানানোর পালা।

Continues below advertisement

বিদেশ সফর থেকে শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )।  দুই দেশের সফর শেষ করে  গ্রিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি কর্ণাটকের বেঙ্গালুরুতে  নামবেন। বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশের চন্দ্রযান-৩ এর চাঁদ ছোঁয়ার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছিলেন তিনি। সফল অবতরণের পর  প্রধানমন্ত্রীর ভাষণের আগাগোড়াই ছিল আবেগপূর্ণ। তিনি বলেন. "হমনে ধরতি পর সংকল্প কিয়া অর চাঁদ পে উসে সাকার কিয়া...''। শনিতাই দেশে পৌঁছেই  তিনি ছুটবেন  ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে। 

Continues below advertisement

বুধবার সন্ধেয় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। পূর্ব ঘোষণা মতোই বুধের সন্ধেয় চাঁদের মাটি ছুঁয়ে ফেলে ভারত ( Chandrayaan 3 Landing)। চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ ঘটে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রমে'র। আর তার হাত ধরেই মহাকাশ গবেষণার জগতে নতুন যুগের সূচনা হয়। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো প্রথম দেশ হিসেবেই নয়, চাঁদের মাটি ছোঁয়া চতুর্থ দেশ হিসেবেও ইতিহাসে নাম ওঠে ভারতের।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন প্রধানমন্ত্রী বিদেশ থেকে। সেদিনের সাফল্যের পর প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের উচ্ছ্বসিত অভিনন্দন জানিয়েছিলেন ভার্চুয়ালি। ভাষণের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) প্রধানকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এবার তা সামনাসামনি জানানোর পালা। সেদিন ফোনে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'সোমনাথজি, আপনার নাম সোমনাথ, যা কিনা চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে। এই জন্য আপনার পরিবারজনেরাও অনেক আনন্দিত হবেন, আমার তরফ থেকে আপনাকে, আপনার পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন'।

ইসরোর টিম-চন্দ্রযানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে বেঙ্গালুরুতে। গতকাল রাতেই তিনি ট্যুইটে জানান তাঁর দক্ষিণ আফ্রিকা সফর সাফল্যমণ্ডিত হয়েছে। X হ্যান্ডেলে তিনি লেখেন, আমার দক্ষিণ আফ্রিকা সফর খুবই ফলপ্রসূ হল। ব্রিকস শীর্ষ সম্মেলন সফল হয়েছে এবং ঐতিহাসিক । কারণ আমরা এই ফোরামে নতুন দেশকে স্বাগত জানিয়েছি। আমরা আন্তর্জাতিক স্বার্থে একসঙ্গে কাজ করে যাব। রাষ্ট্রপতির প্রতি আমার কৃতজ্ঞতা @CyrilRamaphosa।  দক্ষিণ আফ্রিকার জনগণ এবং সরকারকে  আতিথেয়তার জন্য ধন্যবাদ। 

সেখান থেকে ফিরেই তিনি দেখা করবেন বিজ্ঞানীদের সঙ্গে। বৃহস্পতিবার রাতেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা-বার্তার জবাব দেন। প্রত্যেকের জন্যই ছিল ব্যক্তিগত বার্তা।  

আরও পড়ুন : চাঁদের মাটি ছুঁয়ে অভিনন্দন ভারতকে, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রথম বার্তা পাঠাল ল্যান্ডার ‘বিক্রম’

Continues below advertisement
Sponsored Links by Taboola