হাওড়া: শিবপুরে (Shibpur) যাওয়ার পথে বিজেপির (BJP) রাজ্য সভাপতিকে পুলিশের (Police) বিরুদ্ধে আটাকানোর চেষ্টা অভিযোগ। পুলিশের নিষেধ উপেক্ষা করেই হাওড়ায় গেলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শিবপুরের শীতলা মন্দিরের সামনে ফের তাঁকে বাধা দিল পুলিশ। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ালেন সুকান্ত মজুমদার। পুলিশকে লক্ষ্য করে তিনি বলেন, 'কেন আঁটকেছেন, লজ্জা লাগে না আপনাদের? উর্দি পরে এসব করছেন? তৃণমূল নেতারা যেতে পারলে আমি পারব না কেন? দরকার হলে আমার বিরুদ্ধে এফআইআর করুন।'                       

  


রাজ্য বিজেপির সভাপতি বলেন, রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে ১৪৪ ধারা জারি হওয়া জায়গায় যেতে দেওয়া হলে তাঁকে কেন বাধা। পুলিশি বাধার মুখে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি। আজও শিবপুরের বেশ কিছু জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা।সুকান্ত যাওয়ার পথে কাজিপাড়া মোড়ে ইতিমধ্যেই ব্যারিকেড করেছে পুলিশ । 


তিনি এও বলেন, 'আমি রাজ্যপালের সঙ্গে দেখা করে এই গোটা বিষয়টি বলব। তিনি এখন দার্জিলিংয়ে আছেন। ফিরলেই দেখা করে সব বলব। এদিকে ১৪৪ ধারা জারি করে রেখেছে। অথচ তৃণমূল নেতারা দিব্যি এই এলাকায় যাতায়াত করে বেড়াচ্ছেন। এখন আমি সিপির কাছে যাব'। সুকান্ত মজুমদার বলেন, পুলিশ পক্ষপাতিত্ব করছে। সিআইডি তদন্তে ভরসা নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে এই ঘটনার তদন্ত করা উচিত। 


আরও পড়ুন, খুনের নেপথ্যে কয়লার সিন্ডিকেট, শক্তিগড়ে শ্যুটআউটে কয়লা মাফিয়া রাজু ঝা'র খুনে নয়া তথ্য


রামনবমীর মিছিলে বেতাইতলায় দুই আক্রান্তের বাড়িতে দেখা করতে যাওয়ার কথা তাঁর। যেখানে অশান্তি হয়েছিল, সেই জায়গায় পরিদর্শনে যাবেন তিনি। যে ৪টি বহুতলে ইটবৃষ্টি হয়েছিল সেখানে যাওয়ার কথা সুকান্তর। হাওড়া হাসপাতালেও আক্রান্তদের দেখতে যেতে পারেন তিনি।এরপর হাওড়া সিটি পুলিশের কমিশনারের অফিসও যাবেন বিজেপির রাজ্য সভাপতি। জেলা পার্টি অফিসেও যাওয়ার কথা তাঁর।