কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় একুশ থেকে তেইশের মাঝে এমনিতেই জেরবার শাসকদল (TMC)। বিজেপি নেতা অভিজিৎ সরকার-সহ আরও একাধিক নেতার মৃত্যুতে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে নামে সিবিআই (CBI)। যদিও একুশ এখন অতীত। তবুও রক্তের দাগ তেইশের পঞ্চায়েতের আগে ময়নায়। মূলত ময়নার (Moyna) বাকচায় বিজেপি নেতা খুন (BJP Leader Murder Case)। অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এহেন মুহূর্তে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু এদিন বলেন,'বাংলায় তৃণমূল যা অত্যাচার করেছে, বিট্রিশরাও করেনি।'


এদিন 'সন্ত্রাস নিয়ে' ফের বিরোধী দলনেতার নিশানায় শাসকদল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন, আপনার চার-পাঁচ প্রজন্ম রাজ্য শাসন করবে, তাহলে ভুল ভাবছেন। অত্যাচারীদের যেতেই হবে। আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত ১০-১২ দিনে ৩ জন বিজেপি নেতা-কর্মী খুন।' 


শুভেন্দু এদিন বলেন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ডাক বিরোধী দলনেতার। এদিন শুভেন্দু বলেন,'পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের কাছে থেকে বিজেপি নেতার নিথর দেহ সংগ্রহ করেছে পুলিশ। চোরের মতো দেহ নিয়ে মর্গে রেখেছে পুলিশ।'


তিনি আরও দাবি করেছেন,'সঞ্জয় তাঁতিকে অপহরণ করা হয়েছিল।' শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন,'ময়নায় প্রায় ৩০০ বার আক্রমণ করেছে তৃণমূল। এখনও বেশ কয়েকজন বিজেপি কর্মী জেলে আছে।' তবে এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দুর সংযোজন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'


শুভেন্দু দাবি জানিয়ে বলেন,' মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে। রাজ্য সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা চলবে না। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে।' পাশাপাশি আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ঘোষণা করেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন,'পরিবারের দায়িত্ব নিচ্ছে বিজেপি। আইনি লড়াইয়ের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি চলবে। আগামী ৪ মে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হবে।'


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?


 অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। রাতে থানার সামনে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি বিধায়কের অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। প্রাক্তন বিধায়কের পাল্টা অবশ্য দাবি, পারিবারিক বিবাদের জেরে এই খুন।