শান্তনু নস্কর, বাসন্তী (দক্ষিণ ২৪ পরগনা): এবার বোমা উদ্ধার (Bomb Recovery) হল বাসন্তীতে (Basanti)। গোটা ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। 


বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য


গোটা রাজ্য রাজনীতি যখন নিয়োগ দুর্নীতি মামলা ও উদ্ধার হওয়া নগদ টাকা, গয়না নিয়ে উত্তাল, তার মাঝেই ফের খবর মিলল বোমা উদ্ধারের। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) বাসন্তীতে উদ্ধার হল বোমা। 


বুধবার রাতে বাসন্তী থানা এলাকার কলতলা গ্রামে একটি বাড়ি থেকে বাসন্তী থানার পুলিশ পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। একটি বাড়িতে ড্রামে করে রাখা ছিল সেই বোমা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে সেই বোমাগুলি উদ্ধার করে। সারা রাত পুলিশ সেই বোমাগুলি পাহারা দিয়ে রেখেছে।


আজ বৃহস্পতিবার সেই বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কী কারণে বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখা হয়েছিল পুলিশ তার তদন্ত শুরু করছে। এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি এখনও পর্যন্ত। 


আরও পড়ুন: Rasika Jain Update: রসিকা জৈন অস্বাভাবিক মৃত্যু মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে


খেজুরিতে বিস্ফোরণ


‘পুরভোটে সন্ত্রাসের জন্য তৈরি করা হচ্ছিল বোমা’। কিছুদিন আগেই খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ আদালতে চার্জশিট পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে এনআইএ (NIA)। তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল সহ ৩ জনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে নাম উল্লেখ রয়েছে রতন প্রামাণিক ও কঙ্কন করণেরও। যদিও গ্রেফতার হওয়া বাকি দুজনের নাম নেই চার্জশিটে। গত জানুয়ারি মাসে খেজুরি বিস্ফোরণকাণ্ডের (Khejuri Blast) তদন্তে নামার পর গত ২২ জুলাই প্রথম আদালতে চার্জশিট পেশ করে এনআইএ। ২৫০ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে তারা। পাশাপাশি গোটা ঘটনার শিকড়ে পৌঁছতে আরও তদন্ত প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে এনআইএ-র চার্জশিটে।