কলকাতা: স্বস্তিতে তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। মহিলা সাংবাদিককে হেনস্থার মামলায় ( Molestation Case) কলকাতা হাইকোর্টে (Calcutta High Court ) আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত সিপিএম নেতা। সেই আবেদন মঞ্জুর করল হাইকোর্ট।


অক্টোবরে বরানগরের সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। সেই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন তন্ময়। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন।


তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ থাকলেও, প্রথম থেকেই ওই মহিলার দিকেই পাল্টা আঙুল তুলেছিলেন বর্ষীয়ান বাম নেতাতন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল।আনা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারা ।  বরানগর থানায় দায়ের হয়েছিল মামলা। 


মহিলা সাংবাদিকের অভিযোগের পর চুপ করে থাকেননি তিনি। বরং তিনি মহিলার ফেসবুক লাইভ করা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এমনটা যখন আগেও হয়েছে, কেন ওই মহিলা সাংবাদিক আগে থাকতেই  কর্মকর্তাদের জানালেন না ? কেন পার্টির কাছে অভিযোগ তুলে ধরলেন না। কেন   ফেসবুক লাইভ করলেন ওই মহিলা সাংবাদিক। একের পর এক প্রশ্ন তুলেছিলেন তন্ময়। ট্যাগ করেছিলেন, লালবাজার ও কুণাল ঘোষকেও। 


আরও পড়ুন, আজ রাতেই 'কালীঘাটের কাকুকে' হাতে নিচ্ছে CBI ! নেওয়া হবে কেন্দ্রীয় হাসপাতালে


অতীতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল।  হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা। রাজভবনে কর্মরত ওই মহিলার দাবি, একবার নয়, দু'বার তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল। শুধু তাই নয়, তাঁকে বিশ্ববিদ্যালয় অথবা  রাজভবনে চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনও দাবি করেছিলেন ওই মহিলা। স্বভাবতই এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল।  তবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা সেই শ্লীলতাহানির অভিযোগ  খণ্ডন করেছিল রাজভবন। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।