কলকাতা : কংগ্রেস নেতা ( Congress ) কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানাল, 'কোর্টের অনুমতি ছাড়া কৌস্তভের বিরুদ্ধে কোনও থানা পদক্ষেপ করতে পারবে না' । 


সেই সঙ্গে জানানো হয়, আগামী ৪ সপ্তাহের জন্য এই নির্দেশ বলবৎ থাকবে। আদালত নির্দেশে দিয়েছে, বড়তলা থানার অতি সক্রিয়তা নিয়ে সিপিকে রিপোর্ট পেশ করতে হবে। সেই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ 'কোনও নোটিস না পাঠিয়ে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করেছে পুলিশ'
। কীসের ভিত্তিতে মাঝরাতে কৌস্তভের বাড়িতে গিয়েছিল পুলিশ? সারা রাত তাঁর বাড়িতে থেকে পরদিন সকালে কীসের ভিত্তিতে গ্রেফতার?'


গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী। বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি মান্থা। তারপর বুধবার হল শুনানি। 

আরও পড়ুন :


মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিকাশরঞ্জনের


এক যুগ ধরে হাতে থাকা সাগরদিঘি বিধানসভা আসন, উপনির্বাচনে হাতছাড়া হয়েছে তৃণমূলের। বামেদের সমর্থনে বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। তারপর অধীর চৌধুরীকে ব্য়ক্তিগত আক্রমণের পথে হাঁটেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা দীপক ঘোষের একটি বইরে কথা তুল ধরে মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করেন কৌস্তভ।  তারপরই শনিবার মাঝরাতে ব্য়ারাকপুরে তাঁর বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশ।  তার প্রতিবাদে সেদিন রাত ১০টায় বড়তলা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী। আর রাত তিনটে নাগাদ ব্যারাকপুরে তাঁর বাড়িতে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। পরদিন সকাল আটটা নাগাদ গ্রেফতার করা হয় কৌস্তভকে। সেদিনই অবশ্য তাঁকে জামিন দেয় আদালত। সেই গ্রেফতারি নিয়েই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন কৌস্তভ বাগচী।  


যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যূত হচ্ছেন, ততদিন পর্যন্ত মাথায় চুল রাখবেন না। জামিন পাওয়ার পর এই প্রতিজ্ঞা করে শনিবার সন্ধ্যায় ন্যাড়া হয়েছিলেন কৌস্তভ।  এরপরই গ্রেফতারিকাণ্ডের প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি আগেই। সেই সঙ্গে তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে, পা ধরে ক্ষমা চাইব।  


এর দিন দুয়েক পরে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হন কৌস্তভ । তাঁর দাবি, তাঁর বাড়িতে হামলা হতে পারে বলে এক তৃণমূল কর্মী জানান। এরপর গতকাল রাতে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে ই-মেল করে নিরাপত্তা চান কৌস্তভ।