কলকাতা: র‍্যাগিংয়ের শাস্তি দিল কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)। অভিযুক্ত দুই পড়ুয়াকে ২ মাসের জন্য 'ডিবার' করল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আজই র‍্যাগিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কলকাতা মেডিক্যাল কলেজ। অভিযুক্ত ২ পড়ুয়াকে দু'মাসের জন্য কলেজ থেকে DEBARR করার সিদ্ধান্ত। দু'মাস পরে ফের পর্যালোচনা হবে। অনুসন্ধান কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর শাস্তি নিয়ে সিদ্ধান্ত নিতে আজকে বৈঠকে বসে অ্যান্টি র‍্যাগিং কমিটি।                                               

  


এর আগে কলকাতা মেডিক্য়াল কলেজের র‍্যাগিংয়ের অভিযোগের ঘটনায় অধ্য়ক্ষের কাছে রিপোর্ট জমা দিয়েছিল তদন্ত কমিটি। সূত্রের খবর, মেডিক্য়াল কলেজের উপাধ্য়ক্ষ অঞ্জন অধিকারীর নেতৃত্বে গঠিত কমিটি তদন্তে অভিযোগের সত্য়তা পেয়েছিল। পরবর্তী পদক্ষেপ কী হবে, কী ধরনের শাস্তি হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকেও বসে অ্য়ান্টি র‍্যাগিং কমিটি।


সম্প্রতি মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। অর্থোপেডিক বিভাগের দ্বিতীয় বর্ষের দুই জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে রাগিংয়ের অভিযোগ তোলেন ওই বিভাগেরই প্রথম বর্ষের দুই জুনিয়র চিকিৎসক। হাসপাতালেই বন্ধ ঘরে মারধরেরও অভিযোগ তোলেন তাঁরা। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগকারী, অভিযুক্ত, প্রত্যক্ষদর্শী নার্স ও স্বাস্থ্য কর্মী, সকলেরই বয়ান নথিভুক্ত ও রেকর্ড করা হয়। প্রথম বর্ষের জুনিয়র চিকিৎসকদের ওপর র‍্যাগিং (Ragging) হয়েছিল। অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে বলে কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে খবর মেলে। জমা পড়ল অ্যান্টি র‍্যাগিং কমিটির রিপোর্ট।                                                            


অন্যদিকে রাজ্য়ের আরও একটা মামলার তদন্তভার CBI-কে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।  সেইসঙ্গে একই মামলা ঘিরে সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের নির্দেশ পাল্টা নির্দেশ ঘিরেও তৈরি হল টানাপোড়েন। রাজ্য সরকারি মেডিক্যাল কলেজগুলির সংরক্ষিত আসনে, ভর্তিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বুধবার CBI তদন্তের নির্দেশ দেয় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ।


আরও পড়ুন: Mamata Banerjee: বাড়ি গেলেন না, গেলেন না হাসপাতালেও, বর্ধমান থেকে চোট পেয়ে ফিরে সোজা রাজভবনে মমতা