কলকাতা : অনলাইন পরীক্ষার (Online Examination) দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র (Calcutta University) কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা। গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন (Hunger Strike)। পরীক্ষা অফলাইন (Offline) না অনলাইনে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক রয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। তার আগেই শুরু হল পড়ুয়াদের অনলাইনের দাবিতে বিক্ষোভ। 


এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (University Authority) সঙ্গে বৈঠক হয় কলেজগুলির (Colleges) অধ্যক্ষদের। সূত্রের খবর, অধ্যক্ষরাও অফলাইন পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন।


আরও পড়ুন ; অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের


অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ : 


সম্প্রতি, রাজ্যজুড়ে সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে অনলাইন পরীক্ষার দাবি। বাড়িতে বসে, অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে গত ২৭ মে উত্তাল হয়ে ওঠে কলেজ স্ট্রিট এলাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাজুড়ে সারি দিয়ে বসে পড়েন পড়ুয়ারা। সঙ্গে স্লোগান, হাতে প্ল্যাকার্ড। দাবি সেই একই, অফলাইন নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে। রীতিমতো বিশ্ববিদ্যালয়ের গেট আটকে রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা।


রাজপথে বিক্ষোভ পড়ুয়াদের :


কিন্তু কেন অনলাইন পরীক্ষার দাবি ? এক পরীক্ষার্থীর কথায়, "৬ মাসের কোর্স দেড় মাসের মধ্যে অফলাইন ক্লাস, এক মাসের মধ্যে অনলাইন ক্লাসে শেষ করা সম্ভব নয়। একেকটা বিষয়ের একটা বা দুটো অংশ হয়ত শেষ হয়েছে। ক্লাসে বসে পড়াশোনার আবহ আর ঘরে বসে পড়া এক নয়।'' কিন্তু অনলাইন পরীক্ষা কি সমাধানের রাস্তা ? এক ছাত্রীর বক্তব্য, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়ে দিয়েছে, জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। তাই যতটা সময় দরকার সেটা পাচ্ছি না। পরীক্ষা নিতে হলে অনলাইনই একমাত্র সমাধান। আর অফলাইনে পরীক্ষা নিতে হলে, জুন থেকে ৪ মাস আমাদের সময় দিতে হবে। সময় না দিলে আমরা অনলাইন পরীক্ষার দাবিই জানাচ্ছি।''