আবির দত্ত, কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Medical college and Hospital Doctor death case) ঘটনার তদন্ত করতে গিয়ে আরও দুজনের পলিগ্রাফ টেস্ট (polygraph test) করল সিবিআই (CBI)।


আরও পড়ুন: R G Kar News: 'সবুজ রঙের চাদরের কোনও অস্তিত্ব নেই' আরজি কর কাণ্ডে মন্তব্য পুলিশের


সিবিআই সূত্র থেকে জানা গেছে, আরজি কাণ্ডের তদন্তে একাধিক জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের তদন্তকারীরা। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে নিয়ে গিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চারতলার দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীর পলিগ্রাফ টেস্ট করার সিবিআই। পলিগ্রাফ টেস্টের আগে তাঁদের কনসেন্ট নেওয়া হয়। ঘটনার দিন ওই দুই নিরাপত্তা রক্ষী যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে নিরাপত্তার দায়িত্বে ছিল।   


ওই দুই নিরাপত্তারক্ষীকে এর আগেও দফায় দফায় একাধিকবার জেরা করা হয়েছে। এরপর পলিগ্রাফ টেস্টের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আজ কনসেন্ট পাওয়ার পরেই ওই দুই নিরাপত্তা রক্ষীর পলিগ্রাফ টেস্ট করা হয়। 


আরও পড়ুন: RG Kar Viral Audio Clip: হাসপাতাল থেকে তিন-তিনবার ফোন, বয়ানে অসঙ্গতি, RG করের ভাইরাল অডিও ঘিরে উঠছে একাধিক প্রশ্ন


এর আগে আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজন চিকিৎসক ও একজন সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। আজ ফের এই ঘটনার তদন্তে ঘটনার দিন আরজি কর হাসপাতালের চারতলার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই রক্ষীর পলিগ্রাফ টেস্ট করা হল। 


প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরার করার পাশাপাশি একাধিকবার আরজি কর হাসপাতাল, নির্যাতিতার বাড়ি ও এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বাড়িতে গেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে যান সিবিআইয়ের একটি দল। সেখানে তারা গিয়ে বেশ কিছুক্ষণ বিভিন্ন জিনিস পরিদর্শন করে বলে জানা গেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Nandigram BJP Protest: থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, নন্দীগ্রামে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের