বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হল নন্দীগ্রামে (Nandigram BJP Protest)। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেল বিজেপির নেতা-কর্মীদের।


আরও পড়ুন: Malda ABVP Protest: RG কর কাণ্ডের প্রতিবাদে মালদায় ABVP-র মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার


RG কাণ্ডের জেরে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার নন্দীগ্রামের রেয়া পাড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করতে যান বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা। তাঁদের এই কর্মসূচি আটকাতে রেয়া পাড়া পুলিশ ফাঁড়ির বেশ কিছুটা আগে বাঁশ ও লোহার গার্ডরেল দিয়ে তিনটি ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। সেই ব্যারিকেডগুলিকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে বিজেপি কর্মী-সমর্থকরা ওই ব্যারিকেডগুলি ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে পুলিশ কর্মীরা রীতিমতো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে ব্যারিকেডের ওপারে।


আরও পড়ুন: RG Kar Case Viral Audio: 'শরীর খারাপ, অবস্থা খারাপ, হয়ত সুইসাইড'! বারবার বয়ান বদলে হাসপাতাল থেকে বাবা-মাকে ফোন, ভাইরাল অডিও


দীর্ঘক্ষণ ধরে ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাতে দেখা যায় বিজেপির কর্মী-সমর্থকদের। পরে ব্যারিকেডে ভাঙার জন্য পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তাঁরা। এই ঘটনার জেরে রেয়া পাড়ায় অবরোধও করা হয় বিজেপির তরফে। গেরুয়া শিবিরের অভিযোগ, এই অবরোধ তোলার জন্য তাদের কর্মী-সমর্থকদের ওপর নির্বিচারে লাঠি চালাল পুলিশ। তার ফলে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি গতকালই জানিয়ে ছিলেন যে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার রেয়া পাড়া ফাঁড়ি ঘেরাও করে তালা মেরে দেওয়া হবে। তার জেরেই আগে থেকে সতর্ক ছিল পুলিশ। বুধবার বিজেপির ডাকা বনধকে ব্যর্থ করতে যেমন রাস্তায় ব্যারিকেড করা হয়েছিল তেমনি বৃহস্পতিবারও ব্যারিকেড করা হয়েছিল থানা ঘেরাও কর্মসূচি ব্যর্থ করতে। 


যদিও লোহার গার্ডরেল ও বাঁশের ব্যারিকেড টপকে বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থকদের এগিয়ে যেতে দেখা যায় ফাঁড়ির দিকে। পরে প্রচুর পুলিশ কর্মী এসে বিজেপির কর্মী-সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kaliachak News: মালদায় ফের কংগ্রেসের গঠন করা পঞ্চায়েত দখল করল তৃণমূল