কলকাতা: এক্স হ্যান্ডলে বিস্ফোরক পোস্ট শুভেন্দুর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইস্ট পোস্টে দাবি করলেন '৩ সিআইডি আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির মামলার তদন্তে নামল সিবিআই।'
ট্যুইট শুভেন্দুর
উল্লেখ্য, 'এ রাজ্যের সিআইডির ৩ অফিসারের বিরুদ্ধে মুম্বইয়ের ওরলি থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যবসায়ী', সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। আপনি যতই বড় হন না কেন, আইন আপনার ঊর্ধ্বে'। দেরিতে হলেও আপনি ধরা পড়বেন', দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)।
ঘটনা ২
মার্চ মাসেও, একটি অভিযোগ উঠেছিল। বালির ট্রাক আটকে তোলাবাজি করছিলেন ২ সিভিক ভলান্টিয়ার। শুধু তাই নয়, তোলাবাজির পাশাপাশি হুমকিও দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রাজকুমার মান্না, আশিকুল রহমান নামে ২ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছিল। তোলা চেয়ে হুমকি, না দেওয়ায় টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) দেওয়া যাবে না। সার্কুলার দিয়ে স্পষ্ট জানিয়েছিল রাজ্য পুলিশ (West Bengal Police)। কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশ মেনে জারি করা হয়েছিল সার্কুলার (Circular)। এদিকে সরকারি নির্দেশিকার মধ্যেই 'তোলাবাজ' সিভিক ভলান্টিয়ার গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন, পুজোর মধ্যেই ঘর ভাঙচুর, ফের প্রকাশ্যে TMC-র গোষ্ঠী কোন্দল, কী বার্তা কুণালের ?
ঘটনা ৩
এই ঘটনাও কম যায় না। পুলিশের পোশাক পরে পুলিশ (Police) পরিচয় দিয়ে তোলাবাজির (Extortion) অভিযোগ উঠেছিল রাজ্যের বুকে। শিলিগুড়ির (Siliguri) বিধান মার্কেট (Bidhan Market) এলাকা থেকে এক যুবককে ধরেছিল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছিল, পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে ধরা হয়েছিল এবং সেই ব্যক্তিকে তারা বলেছিল যে, তাঁর ব্যাগে মাদক (Drug Traffing) রয়েছে। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে নেয়।কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাঁদের মধ্যে এক যুবক ধরা পড়ে গিয়েছিল। সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দিয়েছিল ব্যবসায়ীরা (Businessman)।