কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের নোটিস। নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ঢুকছেন অভিষেক। কাল সকাল ১১ টায় সিবিআইয়ে হাজিরা। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক। 

কুন্তল ঘোষের চিঠি মামলায় অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত শুনানির আর্জি মানল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। মামলার এই গতিপ্রকৃতির মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শনিবার নিজাম প্যালেসে তলব করল সিবিআই।

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্হা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে রায় দেন, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ও ইডি। একই সঙ্গে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দেন তিনি।

গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে যখন যে তদন্তকারী সংস্থা ডেকেছে আমি গেছি। এমনকি দিল্লিতেও গেছি। আগামীদিন যদি কোনও তদন্তকারী সংস্থা কোনও মামলা করে ডাকে, আমি দরকার হলে যাত্রা একদিন থামিয়ে যাব। সাধারণ নাগরিক হিসাবে আমার ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের পথ খোলা।'                                                                                                                                 

বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক। কিন্তু, শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ জানিয়ে দেয়, শুক্রবারই দ্রুত শুনানি করা সম্ভব নয়। 

ফলে মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। এখন নতুন বেঞ্চ ঠিক হলে, তারপরই হবে শুনানি।

নিয়োগ দুর্নীতির দাবার বোড়েদের অনেককেই গ্রেফতার করেছে সিবিআই-ইডি। কিন্তু, মাথার খোঁজ এখনও মেলেনি। ফলে প্রভাবশালী-যোগসূত্রের সন্ধানে এই মামলা আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই ব্যাখ্যা আইনজ্ঞ মহলের।

 

আরও পড়ুন, অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো