কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2023)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) ঘোষণা, এবছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। নির্দিষ্ট করে বললে, এবার মহিলা পরীক্ষার্থীর  (Women Candidate) ২২ শতাংশ বেশি ছিল।     


আর কী জানা গেল?
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ মার্চ। পর্ষদের ঘোষণা, পরীক্ষার ঠিক ৭৬ দিনের মাথায় এবার ফলপ্রকাশ করা হয়েছে। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। হিসেব বলছে, সফল পড়ুয়াদের মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। পাশের সার্বিক হার ৮৬.১৫ শতাংশ। জেলাওয়াড়ি পরিসংখ্যানে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা ও চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর রয়েছে। তবে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার বিষয়টি আলাদা করে ঘোষণা করেছেন পর্ষদ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত  বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার ৮০০ জন। পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী হয়েছিল। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯ জন, ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। পর্ষদ সূত্রে দাবি, গত বছরের আগের বছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে। তবে পাশের হারে গত বার সামান্য পিছিয়ে ছিল ছাত্রীরা।


ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের...
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে এদিন মাধ্য়মিকের ফলপ্রকাশের সময় জানানো হয় যে, ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশে স্থানাধিকার করেছে।  এর মধ্যে পূর্ব বর্ধমান থেকে ১৭ জন, মালদা থেকে ২১ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৯ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন, পুরুলিয়া থেকে ৬ জন, হুগলি থেকে ৫ জন, হাওড়া থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন, বীরভূম থেকে ২ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন, জলপাইগুড়ি থেকে ১ জন, নদিয়া থেকে ১ জন ও জলপাইগুড়ি থেকে ১ জন রয়েছে। পর্ষদ আরও জানিয়েছে, এবার প্রথম স্থানে ১ জন, দ্বিতীয় স্থানে ২ জন, তৃতীয় স্থানে ৬ জন, চতুর্থ স্থানে ৪ জন, পঞ্চম স্থানে ৯ জন, ষষ্ঠ স্থানে ১১ জন, সপ্তম স্থানে ১৯ জন, অষ্টম স্থানে ১৫ জন, নবম স্থানে ১৭ জন এবং দশম স্থানে ৩৪ জন রয়েছে। 


আরও পড়ুন:অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো