গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং ছিল কালো। তাই তাঁর পরিবারের অনেকেই তাঁকে কোলে তুলতেন না! বিশ্বভারতীয় এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন সুভাষ সরকার। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে তরজা। কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বিশ্বভারতীতে হাজির হয়েছিলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ। সেখানে তিনি বলেছেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সকলের গায়ের রং পরিষ্কার ছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো ছিল বলে তাঁকে পরিবারের অনেকে কোলে নিতেন না।' 


বাঁকুড়ার বিজেপি সাংসদের যে মন্তব্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি তৃণমূল। লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেছেন, 'বাঙালি হিসেব দুঃখিত। বিশ্ববরেণ্যে কবিগুরুর কর্মভূমিতে দাঁড়িয়ে এই ধরণের মন্তব্য করার কোনও অধিকার ওনার নেই। আমরা লজ্জিত। ওনার উচিত এই ধরণের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া।' পাশাপাশি রাজ্যের শাসকদলের পক্ষ থেকে গেরুয়া শিবিরের নেতাদের বাংলার একাধিক মনিষীকে নিয়ে এর আগের বিভিন্ন বিতর্কিত মন্তব্যর নজির সামনে তুলে ধরা হয়েছে।


শিক্ষাবিদ পবিত্র সরকার যে বিষয় নিয়ে কটাক্ষের সুরে বলেছেন, 'আদৌ উনি রবীন্দ্রনাথের লেখা পড়েছেন, বুঝেছেন কি না জানি না। বাড়ির বাকিদের মতো না হলেও যথেষ্টই ফর্সা ছিলেন রবীন্দ্রনাথ। তাঁর সম্পর্কে এরকম মন্তব্য করার কী অর্থ বুঝি না।' এদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলী সেন জানিয়েছেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনস্মৃতিতে নিজেই উল্লেখ করেছিলেন, তাঁর গায়ের রং ছিল কিছুটা চাপা। বাড়ির অন্যান্যদের মতো দুধ-সাদা ফর্সা তিনি ছিলেন না। তাই তাঁর আদরও ছিল একটু কম। রবীন্দ্রনাথের আক্ষেপ বা মন খারাপ প্রশমিত করতে তাঁর দিদি তাঁকে বলতেন এই কালোই হবে জগতের আলো।' পাশাপাশি তাঁকে নিয়মিত রূপচাঁদ তেল মাখানো হতো বলেও উল্লেখ থাকলেও সুভাষ সরকারের কথায় যে কোলে না নেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে তা নিয়ে কোনও তথ্য-প্রমাণ নেই। 



বুধবার বিশ্বভারতীতে কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে অনুষ্ঠানের মাঝে আরও একটি বিতর্ক তৈরি হয়। যেখানে সরকারি অনুষ্ঠানে বিজেপি নেতাদের দেখা যায়।যদিও এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, "কেউ কোন পলিটিক্যাল একটিভিটি করতে আসেনি। যাদের শিক্ষার সঙ্গে সম্পর্ক আছে তারাই এসেছিল।" বীরভূম জেলার বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন আমি রবীন্দ্র অনুরাগী তাই এসেছি এটা বিতর্ক কোন কারণ নেই। 


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI