প্রকাশ সিনহা, কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি (Recruitment scam in school) মামলায় ইডির কাছে হাজিরা দিলেন গোপাল দলপতি (gopal dalapati presents himself to ED)। সূত্রের খবর ইডির জিজ্ঞাসাবাদের মুখে তিনি দাবি করেছেন, 'কোনও টাকা নিইনি, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনি না'। এতেই শেষ নয়।গোপাল আরও জানিয়েছেন, তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কুন্তল ঘোষ। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোরও চেষ্টা হচ্ছে, আরও দাবি গোপালের। 


কী বলেছেন তিনি?
সূত্রের খবর গোপাল বলেছেন, 'শুধুমাত্র এক বার আড়াই থেকে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে পেয়েছিলাম। তাপস-কুন্তলের মধ্যস্থতাকারী হিসেবে পারিশ্রমিক হিসেবে ওই টাকা পাই।' এতেই শেষ নয়। এ ছাড়া আর কোনও প্রমাণ দেখাতে পারবেন না, আরও দাবি করেন তিনি। সূত্রের খবর, কুন্তল না গোপাল, কে সত্যি বলছেন জানতে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনা রয়েছে তদন্তকারীদের। ইডি সূত্রে খবর, এদিন গোপালের বয়ান রেকর্ড করা হচ্ছে। তিনি যে বয়ান দেবেন সেটি সামনে রেখেই পরের দিকে কে সত্যি বলছেন সেটি জানার চেষ্টা করা হবে। প্রায় গত ঘণ্টাচারেক ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোপাল দলপতিকে। তিনি কোটি কোটি টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন। তবে পারিশ্রমিক বাবদ আড়াই থেকে তিন লক্ষ টাকা ব্যাঙ্ক ট্রান্সফার বাবদ পেয়েছিলেন বলে মেনে নিয়েছেন, এমনই খবর ইডি সূত্রে। কিন্তু কে সত্যি বলছেন? কে নয়? জানতে কুন্তল-গোপালকে তো বটেই, প্রয়োজনে তাপস মণ্ডলকেও মুখোমুখি বসানো হতে পারে বলে খবর।


প্রেক্ষাপট...
গত কালই খোঁজ মিলেছিল গোপাল দলপতির। ইডি দফতরে নিজেই ফোন করেছিলেন তিনি, এমনই খবর মেলে। সূত্রের খবর, গত কাল তিনি জানান নিজের বয়ান রেকর্ড করাতে চান। শোনা যায়, গোপাল দলপতিকে এদিন সকাল সাড়ে দশটায় ইডি-র দফতরে আসতে বলা হয়েছে। তখনই উঠে আসে বয়ান রেকর্ডের পাশাপাশি কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইডি সূত্রে খবর আসে, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত? প্রশ্ন ওঠে। কিন্তু এর পর তাঁর নিজের ফোন আসায় নতুন করে তোলপাড় পড়ে যায়।  


আরও পড়ুন:'রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র', ফের মমতার নিশানায় মোদি সরকার