সৌভিক মজুমদার, কলকাতা: হাইকোর্টের (high court) নির্দেশ (order) মানেননি প্রেসিডেন্সি জেলের (presidency jail) সুপার (super), রুল (rule) জারি করে তাঁকে ডেকে পাঠালেন বিচারপতি (justice)। নজিরবিহীন রুল জারি জেল সুপারের বিরুদ্ধে। কয়লা পাচার মামলায় অস্বস্তিতে প্রেসিডেন্সি জেল সুপার। অভিযোগ, অভিযুক্ত বিকাশ মিশ্রকে জেলে সুবিধা করে দেওয়া হয়েছে।
কী অভিযোগ?
আদালত অবমাননায় রুল জারি প্রেসিডেন্সি জেল সুপারের বিরুদ্ধে। আগামী ২২ সেপ্টেম্বর হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে, নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির। অভিযোগ, সিবিআই চিকিৎসককে জেলে বিকাশ মিশ্রের স্বাস্থ্য পরীক্ষায় বাধা দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় সিবিআই প্রথম গ্রেফতার করে বিকাশ মিশ্রকে। ২০২১ সালের ১৫ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন তিনি। তার পর থেকে বার বার শরীর খারাপের অজুহাত করে সিবিআই হেফাজত এড়ান বিকাশ, অভিযোগ এমনই। সূত্রের খবর, গত ৩১ অগাস্ট সিবিআই চিকিৎসক জেলে গিয়ে বিকাশকে পরীক্ষা করে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু গত ৩ সেপ্টেম্বর সিবিআই চিকিৎসককে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা শুনে বিচারপতি বাগচি চমকে উঠেছেন। তার পরই রুল জারি করে প্রেসিডেন্সি জেল সুপারকে ডেকে পাঠানোর নির্দেশ।
বিকাশ মিশ্র সম্পর্কে...
সিবিআইয়ের গ্রেফতারির পাশাপাশি গত জুলাই মাসে কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়প্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর ছিল, পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে আনুমানিক ১৩ কোটি ৬৩ লক্ষ টাকা মূল্যের ওই সম্পত্তি বিনয় ও বিকাশের সংস্থার নামে কেনা হয়। এই মামলায় এর আগে একাধিক অভিযুক্তর ২০৪ কোটি টাকার বাজেয়াপ্ত করে ইডি। ইডি সূত্রে খবর, বিনয় ও বিকাশের আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছিল বলে খবর। শুধু তাই নয়, ৭৩১ কোটি টাকার একটা লেনদেনের তথ্যও পেয়েছিলেন তদন্তকারীরা যা লালা ওরফে অনুপ মাঝির মারফত করা হত বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্ সহ ২০৪ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। প্রসঙ্গত, সিবিআই দফতরে জেরার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন বিকাশ। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আর এক অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পলাতক।
আরও পড়ুন:হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে ৩ সংস্থার হদিশ রাজু সাহানির, কোর্টে বিস্ফোরক দাবি সিবিআই-র