অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা বাগানে (Tea Garden) হঠাৎ চিতার আক্রমণ, জখম হলেন এক শ্রমিক। বুধবার বিকেলে ডুয়ার্সের (Alipurduar) তাসাটি চা বাগানে ঘটনাটি ঘটে। জখম শ্রমিকের নামে আকাশ ওঁরাও। 


কী ঘটেছিল? 
স্থানীয় সূত্রে খবর, চা বাগানে স্প্রে করার সময় হঠাতই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতা। আকাশের চিৎকার শুনে পাশ থেকে অন্যান্য শ্রমিকরা ছুটে আসেন। ভিড় বাড়তে দেখে চিতাটি পালিয়ে যায়। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে এই হামলায় আকাশের মাথায় ও ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত তিনি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি। বন দফতরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার ধনঞ্জয় রায় জানিয়েছেন, জখম চা শ্রমিকের চিকিৎসার যাবতীয় খরচ বন দফতর বহন করবে। চোখের সামনে আকাশের উপর চিতার আক্রমণ দেখে কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়েছে অন্যান্য চা শ্রমিকদের মনে। বন্যপ্রাণীর হামলায় চা শ্রমিকদের জখম হওয়ার ঘটনা উত্তরবঙ্গে নতুন নয় একেবারেই। কখনও চিতা, কখনও দাঁতাল, কখনও আবার চিতাবাঘ, মাঝেমধ্যেই তাঁদের উপর হামলা চালায়। এর মধ্যে গত বছর মে মাসে বানারহাটের একটি ঘটনা আজকের পর অনেকেরই মনে পড়েছে। সে বার গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নম্বর সেকশনে কাজ করার সময় এক মহিলা শ্রমিকের উপর চিতাবাঘ হামলা করে বলে শোনা গিয়েছিল। গুরুতর জখম হন সরস্বতী বিশ্বাস নামে ওই শ্রমিক। 


চিতাবাঘের হামলা বানারহাটে...
বাগানে চা পাতা তোলার কাজ করতে গিয়ে চিতাবাঘের হানায় গুরুতর জখম সরস্বতী বিশ্বাস জানিয়েছিলেন, কাজ করার সময় দুটি চিতাবাঘ একসঙ্গে হামলা করেছিল। যদিও জোড়া চিতাবাঘের প্রমাণ প্রাথমিক ভাবে বন দফতর পায়নি। তবে হামলার খবর বিন্নাগুড়ি বনদফতরের কাছে যায়। সেখান থেকে বনকর্মীরা এসে ওই মহিলা শ্রমিককে জখম অবস্থায় উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে নিয়ে যান। গয়েরকাটা চা বাগান সূত্রে উঠে আসে, ঘটনার দিন দুপুরে চা বাগানে অন্যান্য শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলার কাজ করছিলেন সরস্বতী, সেই সময় হঠাৎই একটি চিতাবাঘ আক্রমণ করেছিল তাঁকে। অন্যান্য শ্রমিকরা পালিয়ে গেলেও তিনি যেতে পারেননি, চিতার হামলায় মাথায় ও কপালে গুরুতর আঘাত পান ওই মহিলা শ্রমিক, এরপর অন্য শ্রমিকরা তেড়ে এলে চিতাবাঘটি পালিয়ে যায় বলে দাবি। 


আরও পড়ুন:মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিলেন রাজু, ভাঙড়ে প্রাণ গেল গোলাগুলিতে !