কলকাতা: বছর শেষের (Year Ending) উৎসবে সেজে উঠেছে কলকাতা (Kolkata)। বেজে গিয়েছে জিঙ্গল বেল। যিশুর জন্মদিনের প্রস্তুতিও তুঙ্গে। ক্রিসমাস (Chrismas) ট্রি, সান্তা, আর আলোর রোশনাইতে জমজমাট পার্ক স্ট্রিট। একে উইকেন্ড মোড, তার ওপর ইয়ার এন্ডিং সেলিব্রেশন- সবমিলিয়ে উৎসব যাপনে ব্যস্ত শহরবাসী। তাই সেলিব্রেশন চলছে সপ্তাহজুড়েই। খাওয়া-দাওয়ার পাশাপাশি চলছে কেনাকাটিও। খুশির মেজাজে ভাসছে  তিলোত্তমা। 


বড়দিনের আগে সেজে উঠেছে পার্ক স্ট্রিট (Park Street)। আজ বিকেল থেকে শুরু হবে ক্রিসমাস ইভের (Chrismas Evening) ভিড়। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic) তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্ক স্ট্রিট (Park Street) দিয়ে যাঁরা হাঁটবেন, তাঁরা অ্যালেন পার্ক থেকে ডানদিকে বেঁকে ক্যামাক স্ট্রিট, মি়ডলটন স্ট্রিট ধরে বেরোবেন। তবে আজ বিকেল থেকে রাস্তা বন্ধ হচ্ছে না। ভিড় কতটা হচ্ছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে পুলিশ। বড়দিনের  জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট। তৈরি হয়েছে ১১টি টাওয়ার। প্রস্তুত রাখা হয়েছে ২টি QRT। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় থাকছে ২০টি বাইক পেট্রোলিং। রয়েছে ১৬টি অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও, শহরের দর্শনীয় স্থানগুলির নজরদারির দায়িত্বে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা। নিরাপত্তা খতিয়ে দেখতে টহল দেন কমিশনার গোয়েলও। 


রেস্তরাঁ থেকে স্ট্রিট ফুড। পার্ক স্ট্রিটে (Park Street) জমজমাট উইকেন্ড। বর্ষশেষে আলোয় ভাসছে তিলোত্তমা। শহরবাসী ভিড় জমিয়েছেন শহরের অন্যতম প্রাণকেন্দ্রে। পেস্ট্রি-কেক তো রয়েছেই, বাদ যাচ্ছে না রোল-চাউমিনও। ফুচকা-ঝালমুড়িও রয়েছে ফেস্টিভ ফুডের তালিকায়। শহরজুড়ে চোখে পড়ল এমনই সব ছবি। বেশিরভাগই বলছেন এই কটা দিন একেবারেই ডায়েট নয়। ক্রিসমাসের মরসুমে এবিপি লাইভ ঢুঁ মেরেছিল ফ্লুরিজেও (Flurys)। সেখানেও কার্যত জনসমুদ্র। তখন সন্ধের স্নাকসে মন দিয়েছেন সকলেই।


এর আগে করোনার ভয়ে উৎসবের আনন্দে কাটছাট করতে হয়েছিল শহরবাসীকে, তবে এবার আর কোনওরকম কম্প্রোমাইজে নারাজ তাঁরা। করোনার (Corona) ভয় পুরোপুরি পিছু না ছাড়লেও মাস্ক, স্যানিটাইজারকে সঙ্গী করে বেরিয়ে পড়েছেন আট থেকে আশি সকলেই। লাল-সাদা টুপির ভিড়ে সান্তা খুঁজতে শহরবাসীর সপ্তাহান্তের ডেস্টিনেশন পার্ক স্ট্রিট। 


পার্ক স্ট্রিটের পাশাপাশি আলোয় আলোয় সেজে উঠেছে লেকটাউন। ক্রিস মাসের পাশাপাশি  সেখানে পৌষ পার্বণ উৎসবেরও আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও বেলুড় মঠে মহাসমারোহে হল যিশুপুজো৷ সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যিশুর ছবির সামনে ফুল,মালা ধূপ ধুনো কেক, পেস্ট্রি, চকলেট, মিষ্টি ইত্যাদি দিয়ে পূজা নিবেদন করা হয়। গত দু'বছর করোনার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় এবারে ভক্ত এবং দর্শকের ঢল নেমেছে বেলুড় মঠে। 


আরও পড়ুন: Weather Update : বড়দিনেও কি বজায় থাকবে শীতের আমেজ ? কী ইঙ্গিত হাওয়া অফিসের ?