পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা এবং সল্টলেকের পাঁচ জায়গায় সিআইডি-র হানা (CID Raids)। সিআইডি সূত্রে খবর, ব্যারাকপুর কমিশনারেটে (Barrackpore commissionerate) অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই আজ কলকাতা এবং সল্টলেকে তল্লাশি চালাচ্ছে সিআইডি। আইপিএস দেবাশিস ধর এবং ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বিভিন্ন ঠিকানায় হানা (Kolkata News)।


আইপিএস অফিসার এবং ব্যবসায়ী বন্ধুর বাড়িতে সিআইডি হানা


সিআইডি সূত্রে দাবি, ২০১৫-’১৮ সালের মধ্যে আইপিএস দেবাশিস ধরের সম্পত্তি কয়েক গুণ বেড়েছে। সম্পত্তি বৃদ্ধিতে সহযোগিতা করেছেন আইপিএস দেবাশিস ধরের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী, দাবি সিআইডি-র। আয় বহির্ভূত সম্পত্তি মামলাতেই সিআইডি-র স্ক্যানারে আইপিএস দেবাশিস ধর এবং ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী।


রাজ্যের আইপিএস অফিসারের বাড়িতে এ দিন সকাল ১১টা নাগাদ পৌঁছয় সিআইডি। সেখান থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে খবর। আইপিএস অফিসার দেবাশিস বর্তমানে ওসিডব্লিউ পদে নিযুক্ত রয়েছেন। গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে (Sitalkuchi) কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় এর আগে জিজ্ঞাসাবাদsর মুখোমুখিও হন আইপিএস অফিসার দেবাশিস। সেই সময় ভবানীভবনে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।


আরও পড়ুন: Abhishek Banerjee: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু নেই, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ, সাফ বার্তা অভিষেকের


পরবর্তী কালে ব্যারাকপুর কমিশনারেটের অধীনে তাঁর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধি নিয়ে অভিযোগ জমা পড়ে। দুর্নীতি প্রতিরোধ আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাতে নাম উঠে আসে আইপিএস অফিসারের বন্ধু ব্যবসায়ী সুদীপ্তরও। তিনি বন্ধুকে সম্পত্তি বৃদ্ধি করতে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন বলে জানা গিয়েছে সিআইডি সূত্রে। সেই মতো তদন্তে নেমে এ দিন দু'জনের পাঁচ ঠিকানায় হানা দেয় সিআইডি। বেশ কিছু নথিপত্রও তাঁদের হাতে এসেছে বলে জানা গিয়েছে।


সিআইডি তল্লাশিতে কিছু পায়নি বলে দাবি আইপিএস অফিসারের


তবে তদন্তে তাঁরা সবরকম ভাবে সিআইডি-কে সাহায্য করছেন বলে জানিয়েছেন  ব্যবসায়ী সুদীপ্ত। তাঁর আইনজীবীর দাবি, সকাল থেকে তল্লাশি চালিয়েও কিছু হাতে পায়নি সিআইডি। সিআইডি-কে সর্বতো ভাবে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন আইপিএস দেবাশিসও। তাঁর দাবি, যা যা জানতে চান রাজ্য গোয়েন্দারা, সবকিছুই বিশদে জানান তিনি। তবে রাজ্যেরই আইপিএস অফিসারের বাড়িতে রাজ্য পুলিশের গোয়েন্দাদের এমন তল্লাশি অভিযান বেনজির।