কলকাতা: 'দেওয়ার ক্ষমতা নেই, কাড়ার ক্ষমতা রয়েছে', আলিপুর কোর্টের অনুষ্ঠানে কড়া মেজাজে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বাম আমলের (CPM) প্রসঙ্গ টেনে বললেন, 'আমি যখন বিরোধী ছিলাম, দেখতাম শিক্ষকরা ১ তারিখে বেতন (Salary) পাচ্ছেন না। ১৫-২০ তারিখ হয়ে যায়। কখনও আবার ৩ থেকে ৬ মাসও পেরিয়ে যায়। প্রাক্তন সরকারি কর্মচারীরা সময়ে পেনশন (Pension) পেতেন না। আজ কিন্তু গর্ব করে বলতে পারি, এত ধার (debt) শোধ করেও ১ তারিখে বেতন দিই। এবং পেনশনও দিই।'


আর কী বললেন?
মুখ্যমন্ত্রীর মতে, যে সরকার এত মানবিক সেই সরকারের কথা কি আরও একটু ভেবে দেখা উচিত নয়? বকেয়া ডিএ নিয়ে চলতে থাকা রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'আমরা রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ডিএ দিয়েছি। কিন্তু আপনারা যদি রাজ্য সরকারের হয়ে কাজ করে  কেন্দ্রীয় সরকারের হারে ডিএ চান, তা তো হয় না।' কেন্দ্র-রাজ্যের তফাৎ বোঝাতে গিয়ে সেন্ট্রাল ও স্টেট স্কুলের শিক্ষকদের বেতন পরিকাঠামোর ফারাকের কথাও তুলে ধরেন তৃণমূলনেত্রী। আরও জানান, কেন্দ্রীয় সরকারের রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। তারা টাকা ছাপাতে পারে। রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই। পাশাপাশি মনে করান, আগে করবাবদ অনেক টাকা হাতে আসত রাজ্যের। এখন একটাই কর, পণ্য ও পরিষেবা কর (GST)। কেন্দ্র সেই টাকা তুলে নিয়ে যায়। কিন্তু রাজ্যকে প্রাপ্য টাকা মেটায় না। তাতে রাজ্যের অনেক ক্ষতি হচ্ছে বলেও জানান মমতা। সার্বিক ভাবে কেন্দ্র ও রাজ্যের পরিকাঠামোগত ফারাকের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। 

মুখ্যমন্ত্রীর বার্তা...
টানা অনশন, আন্দোলনের পর মধ্যস্থতা করেছিলেন খোদ রাজ্যপাল। তার পরও মহার্ঘ ভাতা নিয়ে নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। রাজ্য সরকারকেই নরম হতে হবে বলে সাফ বার্তা দিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, দাবি মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার পাশাপাশি, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেওয়া যাবে না বলে জানিয়েছেন। সেই আবহেই এদিন আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের কাজ করে কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবি চলে না বলে জানালেন। মঙ্গলবার আলিপুর কোর্টে আইনজীবীদের নিয়ে একটি অনুষ্ঠানে মহার্ঘ ভাতার নিয়ে মন্তব্য করেন মমতা। তিনি জানান, আইনসিদ্ধ যে অধিকার, সেই অধিকার দেওয়ার পক্ষেই তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কিছু নিয়ম রয়েছে। রাজ্য সরকার চলে রাজ্যএর অর্থনৈতিক পরিকাঠামো এবং নিয়ম অনুযায়ী। কেন্দ্রীয় সরকারের পরিকাঠামো আবার আলাদা। তাই রাজ্যের কাজ করে কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার দাবি সঠিক নয় বলে মন্তব্য করেন মমতা। 


আরও পড়ুন:'পিসি-ভাইপোকে গ্যারাজ করব', নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর