কলকাতা: জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) বক্তৃতা দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কথা বলবেন 'লন্ডন স্কুল অফ ইকনোমিক্স'-এর ('London School Of Economics') পড়ুয়াদের সঙ্গেও।  এমনটা ভবানীপুর (Bhowanipore) মডার্ন স্কুলের উদ্বোধনে গিয়ে নিজেই জানান মুখ্যমন্ত্রী।


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মমতা


এদিন ভবানীপুরে একটি স্কুলের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এই স্মৃতি বিজড়িত জায়গায় দাঁড়িয়ে আমি সানন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন, জুন মাসে। সেই সঙ্গে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রছাত্রীরা দেখা করতে চেয়েছেন। যাই হোক। আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এটা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। আমি ওঁদের অনুষ্ঠান উপেক্ষা করতে পারি না। নাসা থেকে ভাষা, বাংলা ছাড়া চলে না।' সমস্ত বিদেশি বিশ্ববিদ্যালয়ে বাঙালি অধ্যাপকের সংখ্যা সবচেয়ে বেশি, জানান মুখ্যমন্ত্রী।                   


আজ, মঙ্গলবার, ভবানীপুরের পাশাপাশি আরামবাগেও যান মুখ্যমন্ত্রী। হুগলির আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। 'এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি। চারিদিকে চাকরি চাই, চাকরি। সরকারি চাকরি ৫ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম এবং বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য। এই চাকরিগুলিকে আটকাবেন না।' এদিন ভবানীপুরের মঞ্চে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: Dev on Mamata Banerjee: আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরে এলাম ঘাটালের জন্যই: দেব


'কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত শিক্ষক নিয়োগ হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি, সিপিএম আর কংগ্রেসের নেতাদের জন্য। চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। ৬০ হাজার পুলিশে নিয়োগ হবে। প্রায় ১ লক্ষের মতো শিক্ষক নিয়োগ হবে। বিভিন্ন দফতরে ৫ লক্ষ ছেলেমেয়েকে নেওয়া হবে। যেই আমরা তৈরি করছি ওমনি একটা কেস ঠুকে দিচ্ছে। সাহস থাকলে ভোটে লড়ুন। একটু গণতন্ত্রের রাজনীতির রাস্তায় করুন। সর্বত্র দুর্নীতি করবার চেষ্টা করবেন না। এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি', একের পর এক কটাক্ষ মুখ্যমন্ত্রীর।