কলকাতা:  কয়লা পাচার মামলায় (Coal Scam) আরও গ্রেফতার। প্রাক্তন ইসিএলের প্রাক্তন জিএম-সহ ৩জন গ্রেফতার। সিবিআইয়ের জালে ২ কয়লা মাফিয়া নিজাম প্যালেসে দফায় দফায় জেরার পরে গ্রেফতার। 


সূত্র মারফত খবর, 'ধৃত কয়লা মাফিয়ার মাধ্যমেই প্রভাবশালীদের কাছে যেত টাকা'। কয়লা পাচার মামলায় আরও গ্রেফতারির পরে সন্দেহ সিবিআইয়ের। ধৃতদের সঙ্গে কয়লা পাচারের সরাসরি যোগের দাবি সিবিআই সূত্রে করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবারই ইসিএলের এক কর্মী-সহ ২জনকে। কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের জেনারেল ম্য়ানেজার ও সিভিল কন্ট্রাক্টরের সিবিআই হেফাজত।


ইসিএলের ভিতরেও সক্রিয় কয়লা পাচার চক্র। ধৃতদের পেশ করে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। নিজাম প্য়ালেসে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়েছে। তাহলে কি রক্ষকই ভক্ষক? কয়লা পাচারকাণ্ডে ফের ECL-এর এক পদস্থ আধিকারিক গ্রেফতার হওয়ার পর উঠল এই প্রশ্ন। শুধু তাই নয়, আদালতে সিবিআই দাবি করল, ECL-এর ভিতরেও সমানভাবে সক্রিয় রয়েছে কয়লা পাচারচক্র। 


যে চক্রের পাণ্ডা ধৃত ECL-এরই জেনারেল ম্য়ানেজার। বৃহস্পতিবারই এই মামলায় ECL-এর কাজোরা অঞ্চলের জেনারেল ম্য়ানেজার নরেশকুমার সাহা এবং মিডলম্য়ান অশ্বিনী কুমার যাদবকে গ্রেফতার করে CBI। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের দাবি,কয়লা পাচারে সাহায্য় করতেন ধৃত ECL-এর পদস্থ আধিকারিক নরেশকুমার সাহা।  অন্য়দিকে, কয়লা পাচারে মধ্য়স্থকারীর কাজ করতেন ধৃত মিডলম্য়ান পেশায় সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব।


অশ্বিনীর মাধ্য়মে কয়লা পাচারের প্রায় ২০ লক্ষ টাকা নরেশের কাছে গেছে। বৃহস্পতিবার নিজাম প্য়ালেসে ডেকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। ধৃতদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে। নিজেদের হেফাজতে চায় CBI। CBI-এর আইনজীবী আদালতে জানান, কয়লা পাচারকাণ্ডে ধৃতদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।৬ দফায় ২০ লক্ষ টাকা নিয়েছেন নরেশ। যার কয়েকটি রসিদ পাওয়া গেছে। পাল্টা অভিযুক্তদের আইনজীবী আদালতে সওয়াল করেন, ২০২১ সালে নরেশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল CBI। একটি মোবাইল ছাড়া আর কিছু উদ্ধার হয়নি।


আরও পড়ুন, শুরু হবে ইন্টারলকিংয়ের কাজ, শনিবার থেকে এই শাখায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।