রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত ভেঙে পড়ল হিমঘরের (Cold Storage) একাংশ। জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির জল্পেশ এলাকার ঘটনা। তবে এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। যদিও অ্যামোনিয়া গ্যাস লিক করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।


যা জানা গেল...
সূত্রের খবর, ওই হিমঘরে প্রায় আড়াই লক্ষ বস্তা আলু মজুত রয়েছে। সেগুলি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ারই কথা ছিল। তার আগে, আজ সন্ধেয় ভেঙে পড়ে হিমঘরের মাঝের অংশ। বস্তুত, গত কয়েক দিন ধরেই একাংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। তাই হিমঘরটি বিপজ্জনক ঘোষণা করে ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার নির্দেশও দেয় জেলা প্রশাসন। সেই মতো আলুর বস্তা সরানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। তার আগেইএই ঘটনা। হিমঘরের অ্যামোনিয়া গ্যাস লিক করে বেশ কয়েক জন অসুস্থ বলে খবর। ওই গ্যাস যাকে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে, দাবি প্রশাসন সূত্রে। গত মার্চেও হুগলিতে এক হিমঘর থেকে লিক করেছিল বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। তার তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে যায় গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল গ্যাসের তীব্রতা। ধনিয়াখালির দশঘড়া এলাকায় এই ঘটনায় জেরে তৈরি হয় তীব্র আতঙ্ক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধনিয়াখালি থানার পুলিশ ও দমকল বাহিনী। হিমঘরটি যে এলাকায় সেখানকার স্থানীয় বেশ কিছু বাসিন্দাকে এলাকা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।


দোলের দিনও বিপর্যয়
দোলের দিন সন্ধেবেলায় ঘটনাটি ঘটেছিল। অভিযোগ, ধনিয়াখালির দশঘড়া এলাকার স্থানীয় একটি কোল্ড স্টোরেজ তথা হিমঘর থেকে গ্যাস লিক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্রবলভাবে তা ছড়িয়ে পড়তে শুরু করে। তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেয়ে প্রবল আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই এলাকা দিয়ে হাঁটাচলার করার মাঝে তীব্র গন্ধের জেরে শ্বাসকষ্টও অনুভব করেন। গ্যাস লিক করার ঘটনা জানানোর পরই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ও ধনিয়াখালি থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে ধারণা ছিল, যান্ত্রিক ত্রুটির জেরেই হিমঘর থেকে এভাবে অ্যামোনিয়া গ্যাস লিক করে। যদিও কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হিমঘর থেকে গ্যাস লিক করায় ও তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার জেরে স্থানীয়দের মধ্যে কাজ করছে এক আতঙ্কের আবহ। স্থানীয় দশঘড়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় আইরি জানিয়েছেন, কিছু মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 


আরও পড়ুন:গতির লড়াই ইডেনে? দুই দলের দুই ফাস্টবোলার ফুটছেন, মুখে সৌভ্রাতৃত্বের দর্শন