কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবার উত্তরবঙ্গে ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের। কলকাতার পর এবার শিলিগুড়িতে ধর্না কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের।                 

  


ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে প্রধান ইস্য়ু হয়ে উঠেছে দুর্নীতি এবং কেন্দ্রীয় বঞ্চনা।বিজেপি যখন দুর্নীতির অভিযোগে ভর করে তৃণমূলকে নিশানা করছে, তখন তৃণমূল আবার শান দিচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। আগামীকাল থেকে শিলিগুড়িতে ৩২ ঘণ্টার ধর্না কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেস। কাল সকাল ১০টা থেকে ২৩ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না কর্মসূচি। কেন্দ্রের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে মহিলা তৃণমূলের ধর্না কর্মসূচি।                            


কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে, মার্চের শেষে, রেড রোডে দুদিন ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এবার একই অভিযোগে ফের ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস। গত ৩মে সকাল ১০ টা থেকে ৪ মে সন্ধে ৬ টা পর্যন্ত, ৩২ ঘণ্টা ধরে চলে এই ধর্না কর্মসূচি। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা আবাস যোজনার টাকা না দেওয়ার পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির অপপ্রচারের অভিযোগে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক পরের দিনই, মেয়ো রোডে প্রতিবাদে সামিল হয় মহিলা তৃণমূল কংগ্রেস। তার আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা পৌঁছে গেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের দফতরে। এবার একই ইস্য়ুতে কলকাতার পর এবার শিলিগুড়িতে ধর্নায় বসছে মহিলা তৃণমূল।                         


এদিকে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় শাসকদলে ভাঙন। আইএসএফে যোগ দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ দলের একাধিক নেতা, কর্মীরা। গতকাল পাথরপ্রতিমার উত্তর আবাদ এলাকায় আইএসএফের কর্মিসভায় উপস্থিত ছিলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর উপস্থিতিতেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন নেতা, কর্মীরা। তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন দলত্যাগীরা। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। আর্থিক দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত ভোটে টিকিট পাবে না বুঝেই দলত্যাগ, দাবি শাসক শিবিরের। 


আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?