ঝিলম করঞ্জাই, ঘাটাল : ধাক্কা খেল সাগরদিঘি (Sagardighi Model) মডেল, তৃণমূলে ( TMC ) যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে করলেন দলবদল। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের। এরফলে , বিধানসভায় ফের শূন্য কংগ্রেস !


তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন। ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম’ দলবদলের পর মন্তব্য বায়রন বিশ্বাসের । জানা গিয়েছে, তিনি সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্যাম্প গিয়ে যোগদান করেন তৃণমূলের ক্যাম্পে। দুপুরে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। বায়রন তৃণমূলে যোগ দিয়ে আরও বলেন, তিনি যে জয়ী হয়েছেন তার পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না। তাঁর দাবি, তিনি তৃণমূল থেকে টিকিট নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু টিকিট পাননি বলেই কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন। কিন্তু জয়ে কংগ্রেসের কোনও অবদান নেই। তাহলে কংগ্রেস কেন ২০২১ সালে একটি আসনও পায়নি ?


বায়রনের কাছে প্রশ্ন রাখা হয়, অধীর চৌধুরী তাঁকে পরোক্ষে অসৎ বলেছেন, এ বিষয়ে তাঁর কী মত ? বায়রনের জবাব, জবাব তো মানুষ দেবে। তাঁকে যদি আবারও ভোটে জিতে আসতে হয়, তাহলে তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে আরও বিপুল ভোটে জিতবেন।  


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই বায়রনের দাবি, তিনি কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না। তিনি মনে করেন বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে, তা একমাত্র তৃণমূলই পারবে। কংগ্রেসে থেকে এখনও পর্যন্ত তিনি কিছুই করে উঠতে পারেননি। এমনকী তিনি অধীর চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ করেন যে, তিনি কখনওই বিজেপির বিরুদ্ধে মুখ খুলছিলেন না। 

বায়রন যোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জেতার পরই বায়রন বলেছিলেন তৃণমূলে আসবেন। জেতার পর আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন বায়রন’, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপির হাত শক্তশালী করছে। বাংলায় তৃণমূলকে ভাঙতে চেয়েছে কংগ্রেস, তাতে কার হাত শক্ত হবে? রামধনু জোটের নির্যাস শূন্য। আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি’। বাইরনের দলবদলের পর মন্তব্য অভিষেকের। 


আরও পড়ুন :


 


শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই