মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: প্রতিদিন বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। কারণ সবজির দাম আকাশছোঁয়া (vegetable price hike)। এরই প্রতিবাদে এবার আলু, উচ্ছে,পটল ও পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে রাস্তায় নামল জাতীয় কংগ্রেস (Congress)। 


রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারজুড়ে এই অভিনব প্রতিবাদ চলে। রবিবার হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরাও।


এই বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত মজুতদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে সবজির দাম। সবকিছু জেনেও মজুতদারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না রাজ্য আর কেন্দ্রীয় সরকার। আর টাস্ক ফোর্স তো ঘুমিয়ে আছে। দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।


আরও পড়ুন: Fisherman Death: মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, অবশেষে উদ্ধার মৎস্যজীবীর মৃতদেহ 


প্রসঙ্গত উল্লেখ্য, কাঁচা সবজির দাম বৃদ্ধির জেরে জেরবার হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ যদিও বা বাজারে গিয়ে পছন্দ মত কিছু জিনিস কিনতে পারছেন গরিব মানুষদের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছে। আগে যে টাকাতে বাজারের ব্যাগ ভর্তি হয়ে যেতে এখন তা সিকিভাগও ভরছে না। সাধারণ মানুষ এত দাম দিয়ে কাঁচা সবচি কিনতে হচ্ছে যে ত্রাহি ত্রাহি রব উঠেছে চারিদিকে। ক্রেতারা এত দাম দিয়ে সবজি কিনলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না কৃষকদের। বরং লাভের গুড় খেয়ে যাচ্ছে মজুতদাররা। 


কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে সবজির দাম বৃদ্ধি নিয়ে প্রচণ্ড রাগ দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্ক ফোর্সের সদস্যদের বাজারে বাজারে ঘুরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন। তারপর থেকে প্রায় প্রতিদিন কলকাতার বিভিন্ন বাজারে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে বিক্রেতাদের মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা মনে করিয়ে দিচ্ছেন টাস্ক ফোর্সের সদস্যরা। তাতে কিছুটা কাজ হলেও পরে তাঁরা বাজার ছাড়তেই আবার ফিরছে আগের অবস্থা। যার ফলে নাজেহাল হচ্ছেন মানুষ।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Arjun Singh: 'ঘুষ নিয়ে ভোট করিয়েছে কেন্দ্রীয় বাহিনী', উপনির্বাচনে BJP-র হারে দাবি অর্জুনের


Car loan Information:

Calculate Car Loan EMI