রঞ্জিত সাউ, কলকাতা: পুলিশি হেফাজতে (custodial death) বন্দিমৃত্যুর ঘটনায় প্রতিবাদ সভা, মোমবাতি মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করল কংগ্রেস (congress protest rally)। এতেই শেষ নয়। ঘটনায় দোষী পুলিশ অফিসারদের যত ক্ষণ পর্যন্ত শাস্তি না হয়, তত ক্ষণ আন্দোলন চলবে, জানাল তারা। 


কী ঘটেছিল?
গত ২১ এপ্রিল পুলিশি হেফাজতে থাকাকালীনই গড়িয়ার বাসিন্দা সুরজিৎ সর্দার ওরফে সাহেবের মৃত্যু হয় বলে অভিযোগ কংগ্রেসের। ইতিমধ্যে ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। ক্লোজ করা হয়েছে অভিযুক্ত অফিসার অর্ণব চক্রবর্তীকে। কিন্তু কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের দাবি,  শুধু ক্লোজ করলেই হবে না, শাস্তি দিতে হবে দোষী অফিসারদের। আগামী ২ মে পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। হাতশিবির জানিয়েছে, শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে, আরও তীব্রতর হবে। 


কী ঘটেছিল?
পরিবারের দাবি, সুরজিতকে ১৩ এপ্রিল দুপুরে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তাঁর মুক্তির জন্য তাঁদের কাছে টাকা চাওয়া হয়।  পরিবারের দাবি, ২ দফায় ২০ হাজার টাকা দেওয়ার পরও আরও টাকা দাবি করা হয়। দাবি মতো টাকা দিতে না পারার ফলেই সুরজিৎতে মিটিয়ে মারা হয় বলে অভিযোগ। মৃতের দাদা সুব্রত সর্দারের কথায়, টাকা চাওয়া হয় ৷ দু দফায় মোট ২০ হাজার টাকা দিয়েছি ৷ আরও টাকা চাওয়া হয়েছিল ।না দিলে ব্যবস্থা করা হবে। পিটিয়ে মেরে ফেলা হয়েছে ভাইকে।অভিযোগ অস্বীকার করে পুলিশ সূত্রে খবর, সুরজিতের বিরুদ্ধে সম্প্রতি চুরির মামলা দায়ের হয়। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়। আগেও একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।২০ এপ্রিল থানা লকআপে অসুস্থ বোধ করেন সুরজিৎ। প্রথমে সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শুক্রবার মৃত্যু হয়। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ মৃতের পরিবার।  ঘটনায় পুলিশ সুপারের কাছে নরেন্দ্রপুর থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। মৃতের পরিবারের পাশে দাঁড়ায় কংগ্রেস। সিবিআই তদন্তের দাবিও জানায় তারা। প্রদেশ কংগ্রেসের  সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, নরেন্দ্রপুর থানা অন্যায়ের প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে ৷ এই ঘটনার ন্যায্য বিচার পেতে প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতের দারস্থ হবেন।


UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন


  up10.abplive.com
  up12.abplive.com


 


 


Class 10


 


 


Class 12


আরও পড়ুন:ইস্টবেঙ্গলের নতুন কোচ আইএসএল জয়ী কার্লেস কুয়াদ্রাত