শুভেন্দু ভট্টাচার্য, বক্সিরহাট: ভোটমুখী রাজ্যের সীমানায় জাল নোটের কারবারের হদিশ। অসম থেকে এ রাজ্যএ জাল নোট ঢুকছিল বলে অভিযোগ। অসম থেকে সীমানা পেরিয়ে বাংলায় প্রবেশ করার সময় গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোট উদ্ধার হল। এই ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দু'জন ছত্তীসগঢ়ের বাসিন্দা, তৃতীয় জন অসমের বাসিন্দা। (Fake Currency Recovered) ভিন্ রাজ্য থেকে বাংলায় ওই জালনোট পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
কোচবিহারের বক্সিরহাটথানা এলাকার সঙ্কোশে শুক্রবার রাতে ওই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়। জানা গিয়েছে, নির্বাচনের আগে সীমানা সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সীমানা পেরিয়ে রাজ্যে ঢোকা গাড়িগুলিতে চলছে নাকা-তল্লাশি। শুক্রবার রাতে অসম থেকে ঢোকা একটি গাড়ি দেখে সন্দেহ জাগে বক্সিরহাট থানা SST বাহিনীর। (Lok Sabha Elections 2024)
জানা গিয়েছে, চেকপোস্টে নাকা-তল্লাশি চলাকালীন অসমের নম্বর প্লেট বসানো একটি মারুতি সুইফ্ট গাড়ি ছুটে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটিকে সঙ্কোশের কাছে আটকানো হয়। তার পর শুরু হয় তল্লাশি, তাতে একটি ব্যাগ উদ্ধার হয় গাড়ির মধ্যে থেকে। সেটি খুলে দেখা যায়, ভিতরে জাল নোট ঠেসে রাখা হয়েছে। লাল রংয়ের গিফ্ট প্যাকের মধ্যে ওই নোট পুরে সেলোটেপ দিয়ে মুড়ে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আরও পড়ুন: Dev Vs Hiran : 'দশবার জন্মাতে রাজি' ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বাজি ধরলেন দেব, হিরণের ঝাঁঝাল জবাব
ওই ঘটনায় সঞ্জীব কুমার, দুর্গাপ্রসাদ নিষাদ এবং গাড়ির চালক অভিজিৎ দত্তকে আটক করা হয়। সঞ্জীব এবং দুর্গাপ্রসাদ ছত্তীসগঢ়ের বাসিন্দা। অভিজিতের বাড়ি অসমে। SST ম্যাজিস্ট্রেট তাপস বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। এই ঘটনায় বক্সিরহাট থানায় মামলা দায়ের হয়েছে। জালনোটের কারবার, জালনোট ছড়ানো এবং অপরাধমূলক কাজে লিপ্ত থাকার ধারা প্রয়োগ করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগ থেকে ৪৭১৩টি ৫০০ টাকার জালনোট উদ্ধার হয়, যার বাজারমূল্য ২৩ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকা। পাশাপাশি আসল ৫০০ টাকার নোটও উদ্ধার হয় ৪৬টি, ২৩ হাজার টাকা যার বাজারমূল্য। ধৃতদের জিজ্ঞাসাবা করা হচ্ছে। নির্বাচনী মরশুমে কোন উদ্দেশে জালনোট নিয়ে বাংলায় প্রবেশ করেন ধৃতরা, তা জানার চেষ্টা চলছে। শুরু হয়েছে তদন্ত।