শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanick)। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, ভাঙচুর হওয়া দলীয় পার্টি অফিসও ঘুরে দেখেন তাঁরা।


আক্রান্ত কর্মীদের বাড়িতে বিজেপি সভাপতি


দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে রণক্ষেত্র তৈরি হওয়ার তিন দিন পর শনিবার কোচবিহারে এসে নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে, আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার। আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে। পুলিশ-প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিজেপির রাজ্য সভাপতি (BJP State President)।


ভাঙচুর, অগ্নিসংযোগ


এদিন কোচবিহারে এসে প্রথমে সাহেবগঞ্জে ভাঙচুর হওয়া দলীয় পার্টি অফিস ঘুরে দেখেন সুকান্ত। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। এরপর, বামনহাট ২ নম্বর অঞ্চলের কালমাটি এলাকার আক্রান্ত বিজেপি নেতা অভিজিৎ বর্মন ও কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে যান। শনিবার এই কৃষ্ণকান্ত বর্মনের বাড়ি এবং সংলগ্ন দোকানে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছিল। দলের তরফে তাঁকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। সেই মতো এদিন ভিতপুজো করেন সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিক।


বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, 'আমরা আগেই বলেছি, আমাদের কোনও কর্মীর কাচা বাড়ি ভাঙে, তাহলে পাকা বাড়ি করে দেব। পাকা বাড়ি ভাঙলে, দোতলা বাড়ি বানিয়ে দেব। কর্মীদের পাশে আমরা আছি।' বামনহাট বাজারে ভাঙচুর হওয়া, বিজেপির পার্টি অফিস ঘুরে দেখেন সুকান্ত মজুমদার। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'এখানে পুলিশ তৃণমূলের মোর্চা হিসাবে কাজ করছে। এখানকার এসপির তো ঝান্ডা হাতে নামা উচিত। আমাদের বাড়ির বাচ্চাদের যদি কাঁদায়, তাঁদের বাড়ির বাচ্চাদেরও কাঁদতে হবে। এখনও সময় আছে, সুধরে যান, না হলে এমন ব্যবস্থা নিতে হবে সময় পাবেন না। তখন পালাতে হবে।'


পাল্টা মিছিল


সাহেবগঞ্জ ও কালমাটি এলাকায় যেখানে সুকান্ত মজুমদাররা গেছিলেন, বিকালে সেখানে উদয়ন গুহর নেতৃত্বে মিছিল করে তৃণমূল। এদিকে, 'পশ্চিমবঙ্গ পুলিশকে সংবিধান মনে করাতে এসেছি' বাধা পেলে টপকে যাব, কোচবিহারে গিয়ে হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। 


আরও পড়ুন- দিদির দূত কর্মসূচিতে কদম্বগাছিতে কাকলি, তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের 'গণইস্তফা'