কোচবিহার: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের মাথাভাঙা। পঞ্চায়েত সদস্যের সঙ্গে SC-ST সেলের অঞ্চল সভাপতির বিবাদ ঘিরে সংঘর্ষ।বাঁশ-লাঠি নিয়ে একে অপরের উপর হামলা। সংঘর্ষে আহত উভয়পক্ষের ৪ জন।


'রাস্তার কাজের জন্য ঠিকাদারের থেকে ৫০ হাজার টাকা চাওয়ায় হামলা',পঞ্চায়েত সদস্য ভবেশ বর্মনের বিরুদ্ধে অভিযোগ SC-ST সেলের অঞ্চল সভাপতির।'যারা অভিযোগ করছেন, তারা বিজেপি করে', মত্ত অবস্থায় গালিগালাজ করায় হাতাহাতি, পাল্টা দাবি পঞ্চায়েত সদস্যর।উভয়পক্ষের তরফে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের।


সম্প্রতি হুগলির খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। পঞ্চায়েত সমিতির দখলকে কেন্দ্র করে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ বনাম ব্লক সভাপতির লড়াই বলে সূত্রের দাবি। পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিংয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল। দুই গোষ্ঠীর লড়াইয়ে মাথা ফেটেছিল পঞ্চায়েত সমিতি সভাপতি ও এক সদস্যার।  বাঁকুড়ার ওন্দায় ২১ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে  তৃণমূলের মধ্যে কোন্দল প্রকাশ্যে এসেছিল।


 বাঁকুড়ার ওন্দায়  দলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে এসেছিল। স্থানীয় তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে গরহাজির ছিলেন ওন্দার তৃণমূল ব্লক সভাপতি। দলীয় বৈঠকে তিনিই ডাক পাননি বলে বলে বিক্ষুব্ধ নেতার দাবি। অন্যদিকে, ব্লক সভাপতির ডাকা বৈঠকে অনুপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। বিজেপি কটাক্ষ করেছিল, এটা শাসকদলের ভাগ-বাঁটোয়ারার লড়াই। যদিও গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছিলেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান অলক মুখোপাধ্যায়। 


কোন্দল এখানেই শেষ নয়, সম্প্রতি সিন্ডিকেট বিবাদ ঘিরে তুলকালাম বেধেছিল নিউটাউনে। সামনে চলে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল জ্যাংড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্যের। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল দলেরই কর্মীদের বিরুদ্ধে।


আরও পড়ুন, রেশন দুর্নীতির কালো টাকায় সোনা কিনে পাচার বিদেশে? পিছনে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।