শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: হাতে গুনে পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। এবার পুজোয় পর্যটক টানতে ফের ‘সবুজের পথে হাতছানি’ চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কোচবিহার ও জলপাইগুড়ি ডিপো থেকে ছাড়বে বাতানুকূল এই সরকারি বাস।


উত্তরবঙ্গ নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নের জায়গা। পাহাড়, পাইন, মেঘ, কুয়াশা যেন ভিড় করে আসে চোখের সামনে। সেই সঙ্গে একরাশ সতেজ সবুজের হাতছানি। তাই পুজোর ছুটিতে ফের পর্যটক টানতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।


৩ বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে এনবিএসটিসির ‘সবুজের পথে হাতছানি’ সফর। কোচবিহার এবং জলপাইগুড়ির ডিপো থেকে ছাড়বে পর্যটক স্পেশাল বাতানুকূল বাস। ৬ অক্টোবর মহালয়ার দিন থেকেই পুনরায় শুরু হবে পরিষেবা। পাহাড় ও ডুয়ার্সের মোট ৮টি প্যাকেজ থাকছে এই ট্যুরে। 


উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের কথায়, 'আমরা আবার চালু করছি 'সবুজের পথে হাতছানি'। মহালয়ার দিন থেকে চালু হবে এই পরিষেবা। আমরা আশাবাদী, পর্যটকদের মধ্যে এটি জনপ্রিয়তা পাবে।'


‘সবুজের পথে হাতছানি’ শুরু হচ্ছে জেনে খুশির হাওয়া রাজার শহরে। কোচবিহার শহরের বাসিন্দা সুমন্ত সাহার কথায়, 'এটি খুবই ভাল উদ্যোগ এবং সময়োপযোগীও বটে। করোনাকালে মানুষের জীবন এখন ঘরবন্দি। এই সফর তাতে খানিক অক্সিজেন জোগাবে।' 


উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ওয়েবসাইটে গিয়ে ‘সবুজের পথে হাতছানি’র টিকিট বুক করা যাবে। এনবিএসটিসি জানিয়েছে, মহালয়ার দিন থেকে কোচবিহার শহরের ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ঘুরে দেখতে, গোটা দো'তলা বাস ২ হাজার টাকায় বুকিংয়ের সুযোগ মিলবে। 


আরও পড়ুন: Howrah: তৃণমূল নেতার ছেলের ডিমের গুদামে অস্ত্র-ভাণ্ডার উদ্ধারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বালি


আরও পড়ুন: Bhabanipur By-Elections: বৈঠক করলেন অবাঙালি ভোটারদের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে ভোট প্রচারে অভিষেক