কোচবিহার: দিনহাটায় (Dinhata) মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এদিন বিজেপি প্রার্থীরা (BJP Candiate) মনোনয়ন জমা দিতে যান। তাঁদের অভিযোগ, বিধায়ক উদয়ন গুহর  (Udayan Guha) সামনেই মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। বিজেপি প্রার্থীদের সঙ্গে বিধায়করা এসেছিলেন। তাঁদের সঙ্গে সশস্ত্র বাহিনী ছিল। মনোনয়ন পর্বে এটা কাম্য নয়। এ প্রসঙ্গে এমনটাই  প্রতিক্রিয়া উদয়ন গুহর। বিজেপির নাটক, তবে এমন কিছু ঘটে থাকলে দল এটা সমর্থন করে না, জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।


আরও পড়ুন: North 24 Pargana Sabooj Sathi : ৩৭০ টাকা প্রতি সাইকেল, ৫০টি সবুজ সাথী সাইকেল বিক্রি করছিলেন প্রধান শিক্ষিকা ! ভাইরাল ভিডিও


অন্যদিকে জলপাইগুড়ি পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে আটক বিক্ষুব্ধ তৃণমূল নেতা। মলয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রথম তালিকায় তাঁর নাম থাকা সত্ত্বেও দ্বিতীয় তালিকায় বাদ পড়েন। এরপরই নির্দল হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। প্রভাবশালী কয়েকজন নেতার ষড়যন্ত্রেই এই ঘটনা বলে তাঁর দাবি।


গতকাল মনোনয়ন জমা দিতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষুব্ধ তৃণমূল নেতার। টেনে-হিঁচড়ে তাঁকে সরিয়ে দেওয়া হয়। ফের আজ সকালে অনুগামী ও আইনজীবীকে নিয়ে মনোনয়ন জমা দিতে যান বিক্ষুব্ধ তৃণমূল নেতা। সরকারি কাজে বাধা ও কোভিড বিধিভঙ্গের অভিযোগে তাঁকে আটক করে পুলিশ। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখন মেলেনি।


বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরুণাভ রায়ের ওপর হামলার অভিযোগ। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ গান্ধী কলোনীর কাছে ঘটনাটি ঘটে। বিজেপি প্রার্থীর অভিযোগ, দেওয়াল লেখার জন্য বাইকে চড়ে গান্ধী কলোনীর দিকে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। বিজেপি প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।