শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে কেমন চলছে কাজ? কতটা কাজ হয়েছে? কতটাই বা বাকি? এসবই দেখতে কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। যে যে কাজ আটকে রয়েছে তা দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে কোচবিহারে। জেলায় কোন কোন প্রকল্প ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তারই খোঁজ নিয়েছেন প্রতিমন্ত্রী। কোন প্রকল্প আটকে রয়েছে সেটাও আলাদা করে খোঁজ নিয়েছেন। সোমবার কোচবিহারের বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন সাবিনা ইয়াসমিন। উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, 'আমরা কাজগুলো খতিয়ে দেখছি। করোনার জন্য দুবছর আটকে ছিল। চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করার।' ২০১৬ সালের বিধানসভা ভোটে জিতে, তৃণমূল দ্বিতীয়বারের জন্য নবান্নে ফেরার পর, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পান কোচবিহারের নাটাবাড়ির তৎকালীন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। তখন তাঁর উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আওতায় কোচবিহার জেলায় শুরু হয়েছিল একাধিক কাজ।
কী কী কাজ?
৭ কোটি টাকা ব্যয়ে কোচবিহার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ
৮ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র ভবন সংস্কার
প্রায় সাড়ে ৪ কোটি টাকা খরচ করে কোচবিহার কলেজের নতুন ভবন তৈরি
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে হস্টেল নির্মাণ
বাণেশ্বরের সারথিবালা কলেজে ভবন নির্মাণ
কিন্তু, এরইমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। সেই প্রকল্পগুলিই ঘুরে দেখেছেন প্রতিমন্ত্রী।
বিজেপির তোপ:
বিজেপি অভিযোগ, দুর্নীতির কারণেই মুখ থুবড়ে পড়েছে এই কাজগুলি। বিজেপির জেলা সহ সভাপতি সঞ্জয় চক্রবর্তী বলেন, 'সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। রাজ্য সরকার কোনও কাজের ইউটিলাইজেশন দেয় না কেন্দ্রকে। আমরা যতদূর জানি সেকারণেই কেন্দ্র কিছু ক্ষেত্রে টাকা দিচ্ছে না। কাজ বন্ধ থাকার এটাই অন্যতম কারণ।'
তৃণমূলের পাল্টা:
সাবিনা ইয়াসমিন বলেন, 'কেন্দ্র অসহযোগিতা করছে। টাকা পয়সা দিচ্ছে না। তবু মুখ্যমন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাজ এগিয়ে নিয়ে যাওয়ার। বিজেপির কথা নিয়ে মাথা ব্যথা নেই। মানুষ আমাদের সমর্থন করেছে। কোনও দুর্নীতি হয়নি। কিছু ফান্ড সমস্যা আছে, কিছু টেকনিক্যাল সমস্যা আছে।'
আরও পড়ুন: কাটোয়ায় সরকারি প্রকল্পের ঘর ভাড়া দিয়ে মোটা আয় উপভোক্তার, শুরু রাজনৈতিক চাপানউতোর