শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ : নতুন ব্লক কমিটি (New Block Committee) ঘোষণার পর থেকে তৃণমূলের (TMC) অন্দরের দ্বন্দ্ব যেন থামছেই না। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে ফের সামনে এসে পড়ল দলের কোন্দল। কমিটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার খোদ তৃণমূলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। 

ফের সামনে এসে পড়ল দলের কোন্দল-

ফুলবাড়ি, রুইডাঙা, প্রেমেরডাঙা, লতাপোতার পর এবার কোচবিহারের তুফানগঞ্জ। তৃণমূলের নতুন কমিটি ঘিরে ফের অসন্তোষ প্রকাশ করলেন দলেরই একাংশ নেতা-কর্মী। সামনে এসে পড়ল আদি-নব্যের দ্বন্দ্ব। রীতিমতো বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিলেন তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। সম্প্রতি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক কমিটি গঠন করা হয়। ব্লক সভাপতি করা হয় সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া চৈতী বর্মন বড়ুয়াকে। দলের একাংশ নেতা-কর্মীর অভিযোগ, এর নেপথ্যে রয়েছে মোটা অঙ্কের টাকার লেনদেন। 

তুফানগঞ্জ (২) পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা স্বপন কুমার সাহা বলেন, পুরনোরা গুরুত্ব পাচ্ছে না। ২১-এ যারা দলের হয়ে কাজ করেনি, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে কমিটিতে। এই পরিস্থিতিতে শনিবার, শালবাড়িতে বৈঠক করে, ব্লক কমিটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ।

যদিও তুফানগঞ্জ (২) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন চৈতী বর্মন বড়ুয়া বলেন, এই মিটিং পার্টি বিরোধী। রাজ্য আমাকে ব্লক সভাপতি করেছে। টাকা দিয়ে নয়, অনায্য দাবি। সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি। গ্রুপবাজি করছে ওরা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অন্দরের বিবাদ প্রকাশ্যে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এনিয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতিকে ফোন করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। দিন কয়েক আগে, তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষ ফেসবুক পোস্টে লিখেছিলেন, দলের পুরনো কর্মীরা ভাল নেই। দিনকয়েক আগে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগে ফেসবুক পোস্ট করে রাজ্য তৃণমূলের সহ সভাপতি লেখেন , ‘দলের পুরনো কর্মীরা ভাল নেই’। উত্তরবঙ্গের এই হেভিওয়েট নেতার পেজে এমন পোস্টে চাঞ্চল্য ছড়ায়। তবে কি পঞ্চায়েত ভোটের আগে দলের অন্দরে সিঁধ কেটে ঢুকে পড়েছে অন্তর্কলহ?

আরও পড়ুন ; ‘দলের পুরনো কর্মীরা ভাল নেই’ বেসুরো রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূলে কোন্দল?