শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত ভোটের আগে দলের অন্দরের সংগঠন নিয়েই প্রশ্ন তুললেন উদয়ন গুহ। দলের কারও কারও জন্য়ই আগে ভোটের লড়াইয়ে হেরে গিয়েছিলেন বলেও দাবি করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।   

কী বলেছেন মন্ত্রী?উদয়ন গুহ বলেন, 'দলে অনেকে আছে, যাদের জন্য আগেরবার হেরেছিলাম। দলের সেই বিভীষণদের চিহ্নিত করতে হবে। বিভীষণরা ক্ষতি করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। বিভীষণদের চিহ্নিত করতে পারলে তৃণমূলকে কেউ হারাতে পারবে না।'

দিনহাটায় দলীয় কর্মিসভায় এমনই মন্তব্য উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। এমন মন্তব্যে পাল্টা কটাক্ষ বিজেপির। নিজেরাই নিজেদের ভরসা করে না তৃণমূল, খোঁচা বিজেপির।

বারবার শিরোনামে:এর আগে বারবার নানা বিতর্কিত কথা বলে শিরোনামে এসেছেন উদয়ন গুহ। কখনও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন, কখনও পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী দেওয়াকে হুঁশিয়ারি দিয়েছেন।  

এর আগে উদয়ন বলেছিলেন, 'আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।' 

ভোটে প্রার্থী দেওয়া নিয়েও তোপ দেগেছিলেন  উদয়ন গুহ। সেক্ষেত্রে নিজের কর্মীদেরই সতর্ক করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ' 'বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আতিয়ালডাঙার ২টি আসনে, আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে বলবে, তোমরা দাঁড়াও, আমরা আছি। তখন বিজেপি প্রার্থী দিতে পারবে। তাই যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।' তার আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, 'আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।'

উদয়ন গুহর  বিতর্কিত মন্তব্য:কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেলে পাঠানোর হুমকিও দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। নিশীথের চেয়ার সরিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন উদয়ন গুহ। উদয়ন গুহর  বিতর্কিত মন্তব্যের  বিরুদ্ধে সরব হয়ে শিলিগুড়ি থানায় (Siliguri Police Station) অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।  দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান দেন উদয়ন। কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। তার মধ্যে আবার উদয়ন গুহ-র করা মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোটের দিন BJP, CPM-কে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না', হুমকি তৃণমূল নেতার