শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিদির দূত কর্মসূচিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে কাটমানি নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। এদিন কোচবিহার ১ নম্বর ব্লকের চিল্কির হাট গ্রাম পঞ্চায়েতে সুরক্ষাকবচের প্রচারে যান দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কাছে এক গ্রামবাসী নালিশ করেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আনোয়ারা বিবি জব কার্ড পাইয়ে দিতে ২ হাজার টাকা কাটমানি নিলেও, কাজ মেলেনি। সেখানে উপস্থিত তৃণমূল সদস্যার স্বামীকে টাকা নিয়ে থাকলে দ্রুত তা ফেরানোর নির্দেশ দেন মন্ত্রী। টাকা ফেরত না পেলে অভিযোগকারীকে তাঁর সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দেন উদয়ন গুহ। 


বীরভূমে ক্ষোভ:
অনুব্রতহীন বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে একের পর এক তৃণমূল বিধায়ক ও সাংসদ। এদিন ময়ূরেশ্বরের নন্দীগ্রামে পানীয় জল নিয়ে ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অভিজিৎ রায়। জল না পেলে ভোট দেব না বলে তৃণমূল বিধায়ককে জানিয়ে দেন গ্রামবাসীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়। গতকালও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। 


দিদির দূত কর্মসূচিতে গিয়ে আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে বীরভূমে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আরেক তৃণমূল বিধায়ক। এদিন চিনপাই গ্রামে যান সিউড়ির বিকাশ রায়চৌধুরী। তাঁর সামনেই আবাস যোজনায় ঘর না মেলার অভিযোগে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। শেষ কিস্তির টাকা মেলেনি বলেও অভিযোগ করেন উপভোক্তারা। বিধায়ক টাকা ঢুকেছে দাবি করলেও, গ্রামবাসীরা অস্বীকার করেন। অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কেউ আবাসের টাকা নিয়েছে বলে দাবি করেন সিউড়ির তৃণমূল বিধায়ক। 


চেনাতে হল বিধায়ককে:
এলাকার মানুষ চেনেনই না তৃণমূল বিধায়ককে। পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত কর্মসূচিতে গিয়ে কীর্ণাহারে গ্রামবাসীদের সঙ্গে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির পরিচয় করালেন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। ভোটে জেতার এতদিন পর, ভোটারদের সঙ্গে পরিচয় কেন? ব্লক সভাপতির সাফাই, নতুন বিধায়ক হয়েছেন। তাই কাজের মধ্যে দিয়ে চেনাতে চাইছি। যদিও গ্রামবাসীদের দাবি, ভোটে জেতার পর এলাকায় দেখা যায়নি নানুরের তৃণমূল বিধায়ককে। কথা বলতে গেলে বিধায়ক মুখ ঘুরিয়ে চলে যান বলে গ্রামবাসীদের দাবি। তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল সিয়ান মুলুক গ্রাম  পঞ্চায়েতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন নানুরের বিধায়ক। 


জলপাইগুড়িতে দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর কাছে বয়স্ক ভাতা না পাওয়ার অভিযোগ জানালেন গ্রামবাসীরা। এদিন জলপাইগুড়ির বিকাশনগরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে যান আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। মন্ত্রীর কাছে বয়স্ক ভাতা না পাওয়ার। 


দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের ডাকে দিদির দূত কর্মসূচি ঘিরে উত্তেজনা। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙ্গা বাজারে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ক্যানিং থানা পুলিশ।


আরও পড়ুন:  'জলের ব্যবস্থা না করলে ভোট কাউকে নয়', ময়ূরেশ্বরে 'দিদির দূত'-কে বার্তা