কলকাতা: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। কীভাবে ঘটল এই ঘটনা? সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন ওই ট্রেনেরই যাত্রী রূপম বন্দ্যোপাধ্যায়। 


বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সাঁইথিয়াকাণ্ডের স্মৃতি ফিরল বালেশ্বরে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বহু মানুষ। মালগাড়িতে সজোরে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এই ছবিগুলোই বলে দেয়, ধাক্কার অভিঘাত কতটা মারাত্মক ছিল।সংঘর্ষের তীব্রতায় মালগাড়ির বগির ওপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ কামরা লাইনচ্য়ুত হয়। খেলনার মতো উল্টে পাল্টে যায় কামরাগুলো।


প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে। মালগাড়িটি শান্টিংয়ের সময় বেলাইন হয়ে যায়। প্রচণ্ড গতিতে করমণ্ডল এক্সপ্রেস গিয়ে ধাক্কা মারে সেই মালগাড়িটিতে। ধাক্কার চোটে দুমড়ে মুচড়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি। কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনার ভয়বহতার বর্ণনা করতে গিয়ে ওই ট্রেনের যাত্রী রূপম বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিকট আওয়াজের সঙ্গে হঠাৎ ঝাঁকুনি। ধীরে ধীরে একদিকে হেলে গেল ট্রেন। দাঁড়াতেই পারছি না। বারবার পড়ে যাচ্ছি। কতটা হেলে আছে বুঝতে পারছি না।' 


দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে



  • হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217


  • খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339


  • বালেশ্বরের হেল্পলাইন নম্বর - 8249591559, 7978418322


  • শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746


  • চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771



ঘটনাটি  নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি ট্যুইটে লিখেছেন, 'শালিমার-করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় আশঙ্কিত। বাংলা থেকে বহু যাত্রী রয়েছেন ওই ট্রেনে। আমাদের রাজ্যের বেশ কিছু বাসিন্দা জখম হয়েছেন। ওড়িশা সরকারের সঙ্গে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ করছি।' আপৎকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  033- 22143526/ 22535185-এই দুটি নম্বর চালু করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, 'আমরা ৫-৬ জনের একটি টিম পাঠাচ্ছি ঘটনাস্থলে। ওড়িশা সরকারের সঙ্গে এবং রেলের সঙ্গে সহযোগিতা করার জন্য। ঘটনার উপর আমি ব্যক্তিগত ভাবে নজর রাখছি।'


আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও