ওভাল: দরজায় কড়া নাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। ৭-১১ জুন ওভালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এ নিয়ে পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত। তবে আগেরবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার কী হবে? ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে?
৫ দিনের ম্যাচে হবে ক্রিকেটীয় দ্বৈরথের ফয়সালা। কিন্তু ম্যাচ যদি ড্র হয়? বা বৃষ্টিতে খেলা ভেস্তে যায়? তাহলে কোন দল টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হবে?
এবারের ফাইনাল হচ্ছে ওভালে। আর দেশের নাম যখন ইংল্যান্ড, তখন আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে চর্চা হবে বৈকি! ইংল্যান্ড মানেই যখন তখন বৃষ্টি নেমে খেলায় বিঘ্ন ঘটাতে পারে। তাই ম্যাচ ভেস্তে গেলে কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রিজার্ভ ডে হিসেবে একদিন রাখা হয়েছে। তবে সেটি কাজে লাগানো হবে তখনই, যদি নির্ধারিত ৫ দিনের উল্লেখযোগ্য সময় বা গোটা এক দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। যদি পাঁচদিন প্রকৃতির কোনওরকম বাধা ছাড়া খেলা হয়, সেক্ষেত্রে রিজার্ভ ডে-তে ম্যাচ গড়াবে না।
আইসিসি-র নিয়ম বলছে, ম্যাচ যদি ড্র হয় বা বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হবে।
আইপিএলে অরেঞ্জ ক্যাপ (Orange Cap) জিতেছেন। টুর্নামেন্টের ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রান এখন শুভমন গিলের (Subhman Gill) ঝুলিতে। এবার তরুণ এই ডানহাতি ওপেনারের প্রশংসা শোনা গেল রিকি পন্টিংয়ের (Rickey Ponting) মুখে। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) ওপেনার হিসেবে সদ্য সমাপ্ত আইপিএলে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। আবার পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেডকোচ ছিলেন। সামনে থেকে দেখেছেন তরুণ ভারতীয় ব্যাটারের বিধ্বংসী ব্য়াটিং। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন গিল। রোহিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। আর তার আগেই গিলের প্রশংসা করে পন্টিং বলছেন, ''দারুণ একটা তরুণ প্রতিভা শুভমন গিল। ওর নিজস্ব একটা স্টাইল রয়েছে। ফর্মেও রয়েছে গিল। এছাড়াও অসাধারণ দৃষ্টিনন্দন ব্যাটিং করে ও।''
২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলছেন, ''শর্ট বলের বিরুদ্ধে গিলের ব্য়াটিং এক কথায় অনবদ্য। ফ্রন্ট ফুটে যেভাবে পুল শট খেলে, তাও দুর্দান্ত। অজি বোলিং আক্রমণের বিরুদ্ধেও এমন শট দেখতে পাব বলেই আশা রাখি।''
আসন্ন সপ্তাহেই শুরু হতে চলেছে টেস্টের সেরা হওয়ার লড়াই। দক্ষিণ লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) দুই তারকাখচিত দল ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে দুই দলেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।