কলকাতা: গত ২৪ ঘণ্টায় খুব বেশি পরিবর্তন হল না রাজ্যের কোভিড (Covid) চিত্রের। গত ২৪ ঘণ্টায় পাঁচশোর সামান্য উপরে রয়েছে দৈনিক কোভিড সংক্রমণ গ্রাফ। মৃত্যুর সংখ্যা না বাড়লেও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 


রাজ্যের কোভিড-গ্রাফ:



  • বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৫১৯ জন।

  • আগের দিন নতুন সংক্রমিত ছিল ৫২৫ জন।

  • গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে অনেকটাই বেশি।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ৮২২ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ৯ হাজার ২১৪টি কোভিড (Covid) নমুনার।

  • ১০ অগস্টের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট (Positivity Rate) ৫.৬৩ শতাংশ।

  • এখন হোম আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৪১৯ জন কোভিড আক্রান্ত।

  • হাসপাতালে ভর্তি রয়েছেন ২২৭ জন কোভিড আক্রান্ত।

  • বুলেটিন অনুযায়ী রাজ্যে এ দিন ৮৫ হাজার ৫৫০টি কোভিড টিকা দেওয়া হয়েছে।


 






দেশের কোভিড পরিস্থিতি:
দেশেও চিন্তা রয়েছে কোভিড পরিস্থিতি নিয়ে। ১০ আগস্টের বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন।  গত ২৪ ঘণ্টায় সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৩৯ জন। এখন দেশে সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ। এখন দেশে অ্যাক্টিভ কোভিড কেস রয়েছে ১ লক্ষ ২৮ হাজার ২৬১ জন। এই সময়ে কোভিডকে লাগামে রাখতে করোনা-বিধি মনেে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। 


আরও পড়ুন: জ্বর ছেড়ে গেলেও ডেঙ্গি থেকে নিশ্চিন্ত নয়! কোন লক্ষণ দেখেই চিনবেন