বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: অনুব্রত মণ্ডলের জামিনের পর এবার গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ব্যবসায়ী এনামুল হকেরও জামিন। ইডি-র মামলায় এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পান এনামুল হক।


'গরু পাচার মামলায় প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি এমানুল হক, চার্জশিট ফাইল হয়ে গিয়েছে, মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর, সিবিআইয়ের মামলায় আগেই জামিন হয়ে গেছে', জামিন চেয়ে সওয়াল করেন এনামুলের আইনজীবী মুকুল রোহতগি। ইডি বিরোধিতা করলেও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। গরুপাচার মামলায় শুধুমাত্র অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনই তিহাড়ে জেলবন্দি।


এর আগে দীর্ঘ দিন ধরে গরুপাচার মামলা নিয়ে তদন্ত করেছে সিবিআই। একাধিক জায়গায় পরপর তল্লাশি হয়েছে। একাধিক গ্রেফতার হয়েছে। ২০২০ সালে নভেম্বরে দিল্লি থেকে গরু পাচার মামলায় এনামুল হককে গ্রেফতার করেছিল সিবিআই। এনামুল হক ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের অন্যতম মাথা ছিল বলে অভিযোগ করেছিল সিবিআই। বেশ অনেকবছর ধরেই এনামুল হকের উপর নজর রেখেছিল সিবিআই।


গরু পাচার মামলায় বিএসএফ আধিকারিক সতীশ কুমারের বিরুদ্ধেও অভিযোগ ছিল। ওই মামলায় এই বিএসএফ আধিকারিককেও গ্রেফতার করেছিল সিবিআই। পরে এই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলকে। কদিন আগে অনুব্রত জামিন পেয়েছেন। এবার এনামুল হকও জামিন পেয়ে গেলেন।  


এই এনামুল হককে গ্রেফতার করার পর, এই মামলাতেই তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। 


আজ মুক্তি পাচ্ছেন অনুব্রত?
আজ জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। তিহাড় থেকে বেরোতে সন্ধে হয়ে যেতে পারে। মুক্তি পেলে আজই রাজ্যের উদ্দেশে রওনা দেবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। মুক্তির আগে তাঁকে ১০ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। শুক্রবার জামিন পেলেও, শনিবার সন্ধেয় অনুব্রতর আইনজীবীর হাতে এসেছে অর্ডারের কপি। পরদিন রবিবার থাকায় কোনও কাজ হয়নি। ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জেলমুক্তিতে কিছুটা দেরি হতে পারে। এর আগে জেল থেকে মুক্তি পান অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। তিনি দিল্লিতেই রয়েছেন। আজ বাবার সঙ্গে ফিরতে পারেন সুকন্যাও। আগামীকাল বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে অনুব্রতর? তুঙ্গে জল্পনা।
 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে